Apan Desh | আপন দেশ

বেন অ্যাফলেক-জেনিফারের বিচ্ছেদ সম্পন্ন

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৯:৩২, ৮ জানুয়ারি ২০২৫

আপডেট: ১৯:৩৪, ৮ জানুয়ারি ২০২৫

বেন অ্যাফলেক-জেনিফারের বিচ্ছেদ সম্পন্ন

ছবি: ইন্টারনেট

দ্বিতীয় দফায় বিবাহবিচ্ছেদ সম্পন্ন করলেন বেন অ্যাফলেক এবং জেনিফার লোপেজ। লস অ্যাঞ্জেলেস কান্ট্রি সুপেরিয়র কোর্টে সোমবার (০৬ জানুয়ারি) তাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়। 

এর আগে ২০০৩ সালে তাদের মধ্যে ‘ক্রাইম ক্যাপার গিগলি’ নামক সিনেমার শুটিং চলাকালে সখ্য গড়ে উঠেছিল। তখন তারা একত্রে সংসার শুরু করার কথাও ভেবেছিলেন। কিন্তু তা আর বাস্তবায়িত হয়নি, বরং এক বছরের মাথায় ২০০৪ সালে তাদের সম্পর্ক ছিন্ন হয়। 

প্রায় দুই দশক পর তারা পুনরায় নিজেদের মধ্যে পুরোনো ভালোবাসা পুনরুজ্জীবিত করে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে এবারও তাদের সম্পর্ক বেশি দিন টেকেনি।

২০২৪ সালের ২০ আগস্ট বিবাহবিচ্ছেদের আবেদন করেন জেনিফার লোপেজ। বিচ্ছেদের কারণ হিসেবে ‘অসামঞ্জস্যপূর্ণ পার্থক্য’ উল্লেখ করেছেন।

এদিকে আদালতের দস্তাবেজে জেনিফার উল্লেখ করেছেন, তাদের যৌথ, আধা-যৌথ সম্পদ এবং আলাদা সম্পত্তির পরিমাণ এখনো অজানা এবং এটি পরবর্তীকালে নির্ধারণ করা হবে।

যদিও জেনিফার এখন আনুষ্ঠানিকভাবে বিচ্ছিন্ন, তবে পেশাগত জীবনে তারা একে অন্যের সঙ্গে যুক্ত আছেন। অভিনেত্রী বর্তমানে অ্যাফলেকের প্রযোজনায় দুটি সিনেমায় অভিনয় করছেন। সিনেমা দুটির নাম আনস্টপেবল এবং কিস অব দ্য স্পাইডার ওমেন।

জেনিফার লোপেজের তিনবার বিয়ে হয়েছে এবং তার ১৬ বছর বয়সী যমজ সন্তান এমি ও ম্যাক্স, যারা তার সাবেক স্বামী মার্ক অ্যান্থনির সঙ্গে রয়েছে।

অন্যদিকে অ্যাফলেকের আগে জেনিফার গার্নারের সঙ্গে বিয়ে হয়েছিল। সেই ঘরে তার তিনটি সন্তান ভায়োলেট (১৮), সেরাফিনা (১৫) ও স্যামুয়েল (১২) রয়েছে।

আপন দেশ/এসএমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়