বলিউড নায়িকা অনন্যা পাণ্ডে
করণ জোহরের হাত ধরে ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২’ ছবি দিয়ে বলিউডে পা রাখেন চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা। বর্তমানে বলিপাড়ার তরুণ প্রজন্মের অন্যতন আলোচিত নায়িকা তিনি। এখনকার ব্যস্ত অভিনেত্রীদের মধ্যে একজনও বলা চলে তাকে। পাইপলাইনে একের পর এক ছবি অনন্যার।
বলিউডের তারকা সন্তান হিসাবে ছবির জগতে পা রাখলেই যে সাফল্য পাওয়া যায় না, তা-ও এক প্রকার প্রমাণ করেছেন অনন্যা। একের পর এক ছবিতে এসেছে ব্যর্থতা। কিন্তু গত এক বছরে নিজের অভিনয় দক্ষতা অনেকখানি বাড়িয়ে নিয়েছেন অভিনেত্রী।
‘খো গ্যায়ে হাম কাহা’, ‘কল মি বে’ বা ‘কন্ট্রোল’-এর মতো ছবিতে তার অভিনয় নজর কেড়েছে দর্শকের। একই সঙ্গে আলোচনায় এসেছে আদিত্য রায় কাপুরের সঙ্গে তার দূরত্ব এবং ওয়াকার ব্লাঙ্কোর সঙ্গে নৈকট্য।
নতুন খবর হলো, খুব তাড়াতাড়ি বিয়ে করতে চলেছেন অনন্যা পাণ্ডে। শুধু তা-ই নয়, সুখী দাম্পত্য এবং সন্তানের স্বপ্নও দেখছেন তিনি।
এরই মধ্যে এক সাক্ষাৎকারে অনন্যা জানালেন, আজ থেকে পাঁচ বছর পর আমি নিজেকে বিবাহিত দেখতে চাই। একটি সুখী সংসার, সন্তানের পরিকল্পনা আর অনেকগুলি পোষ্য সারমেয়।
পাশাপাশি অভিনয় নিয়েও পরিকল্পনার কথা জানান তিনি। বললেন, আমি সত্যিই নিজের কাজকেও সেরা জায়গায় দেখতে চাই। সব সময়ই প্রতিযোগিতা থাকবে। কিন্তু এই মুহূর্তে আমি নজর দিচ্ছি আমার কাজে এবং নিজের উৎকর্ষ বৃদ্ধির দিকে।
এর সঙ্গে তুলে আনেন দীপিকা পাড়ুকোন এবং আলিয়া ভাটের প্রসঙ্গ। এ দুই অভিনেত্রী যে তার অনুপ্রেরণা, তা-ও জানান।
গত বছর জুলাই মাসে অনন্ত আম্বানির বিয়ের আসরে অনন্যাকে খুবই উৎফুল্ল ছিলেন। যদিও সে সময় তার বিচ্ছেদ হয়েছে আদিত্যর সঙ্গে। সে বিবাহের আসরেই অনন্যাকে দেখা যায় ওয়াকার ব্লাঙ্কোর কাছাকাছি আসতে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।