Apan Desh | আপন দেশ

মুগ্ধতা ছড়ালো বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩০, ৯ জানুয়ারি ২০২৫

মুগ্ধতা ছড়ালো বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা

ছবি: আপন দেশ

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সৃজনশীল প্রতিভার অনন্য প্রকাশ ঘটল বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমির নন্দনমঞ্চে আয়োজিত সাংস্কৃতিক আসরে। ‘বিস্ময়ের অভিযাত্রী, কাননের কোকিল’ শীর্ষক এ আয়োজনে নাচ, গান, কবিতা ও আবৃত্তির মাধ্যমে শিশুরা প্রমাণ করল তাদের শৈল্পিকতা। যা কোনোভাবেই সাধারণ শিশুদের থেকে কম নয়।

বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) সন্ধ্যায় অ্যাকাডেমির নন্দনমঞ্চে অনুষ্ঠিত এ আসর শুরু হয় সুইড ফাউন্ডেশনের শিশুদের সমবেত নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে। ঐতিহাসিক ‘২৪-এর গণঅভ্যুত্থান’ এর ছন্দময় পরিবেশনা দর্শক মাতিয়ে তোলে।

একক সংগীত পরিবেশন করেন সুজন রহমান। মোহিনী আক্তার স্পর্শ ফাউন্ডেশনের প্রতিনিধিত্ব করে ‘ছাড়পত্র’ কবিতা আবৃত্তি করেন। বিথী ও স্মৃতি দ্বৈত কণ্ঠে পরিবেশন করেন জনপ্রিয় গান ‘ধন ধান্য পুষ্পভরা’। তরিকুল ইসলাম নাজিম ‘কাণ্ডারি হুঁশিয়ার’ কবিতাটি আবৃত্তি করেন। একক সংগীত ‘যেখানেই সীমান্ত তোমার’ পরিবেশন করেন সাইফুদ্দিন রাফি। সায়মা আক্তার ইমা পরিবেশন করেন ‘আমার আপনার চেয়ে আপন যে জন’ ও ‘দেখেছি রূপসাগরে মনের মানুষ’ গান দুটি। সমবেত নৃত্য পরিবেশন করেন সুইড ল্যাবরেটরী মডেল স্কুল। সবশেষে একক সংগীত পরিবেশন করেন শাহীন রেজা রাসেল।

পরবর্তী পরিবেশনাগুলোতে একক সংগীত ও কবিতার পাশাপাশি, সুইড ল্যাবরেটরি মডেল স্কুলের শিশুদের সমবেত নৃত্য “যেখানেই সীমান্ত তোমার” পরিবেশনা মনোমুগ্ধকর করে তোলে।

শিল্পকলা অ্যাকাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. সায়মা আরজু। তিনি এ শিশুদের সৃজনশীলতার ভূয়সী প্রশংসা করেন। তাদের প্রতিভার বিকাশে সমাজ ও পরিবারকে আরও আন্তরিক হওয়ার আহবান জানান।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়