নবাগত চিত্রনায়িকা নিপা আহমেদ রিয়েলি
পরিচালক সন্ধান করছিলেন একজন নতুন মুখের। আর স্বপ্নবাজ নিপা আহমেদ রিয়েলি খুঁজছিলেন একটি প্লাটফর্ম। দু’জনেই মিলে গেলেন এক বিন্দুতে। দেখা হলো, কথা হলো, মিটে গেল সব। তৈরি হলো চলচ্চিত্র ‘মেকাপ’ । শুক্রবার (১০ জানুয়ারি) সেটি মুক্তি পেল দেশের বিভিন্ন সিনেমা হলে। ব্যস নায়িকা বনে গেলেন এ তরুণী।
ঢাকাই চলচ্চিত্রের খ্যাতিমান নির্মাতা অনন্য মামুন পরিচালিত ‘মেকাপ’ সিনেমায় উঠে এল চিত্রপুরীর অন্ধকার অধ্যায়ের গল্প। একজন সাধারণ মেয়ের নায়িকা হয়ে ওঠার গল্প। খ্যাতিমান তারকার সঙ্গে প্রেম। ব্যক্তিজীবনের নানা টানাপোড়েনের গল্পই হচ্ছে ‘মেকাপ’। এতে রিয়েলির বিপরীতে রয়েছেন কিংবদন্তি অভিনেতা তারিক আনাম খান ও রোশান।
নিজের প্রথম সিনেমায় তারিক আনামের মতো শিল্পীর সঙ্গে স্ক্রিন শেয়ার প্রসঙ্গে রিয়েলি বলেন, শুটিং সেটে তারিক আনাম খান যে এত বড় মাপের অভিনেতা, সে কথা একটি বারের জন্যও বুঝতে দেননি। তার মতো অভিনেতার সঙ্গে স্ক্রিন শেয়ার করা আমার জন্য ভাগ্যের ব্যাপার। এরপর তার সাপোর্ট না পেলে নিজেকে মেলে ধরতে পারতাম না।
এরপর রোশানের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, রোশান ভাই অনেক হেল্পফুল ছিলেন। তিনিও চাইছিলেন যেন কাজটি অনেক ভালো হয়। পুরো টিম মিলেই চেষ্টা করেছি একটি ভালো প্রোজেক্ট উপহার দিতে।
এরপর ‘মেকাপ’ সিনেমায় চ্যালেঞ্জ প্রসঙ্গে রিয়েলি বলেন, পুরোটাই চ্যালেঞ্জ ছিল আমার জন্য। কারণ একজন জনপ্রিয় নায়িকার চরিত্র আমাকে তুলে ধরতে হবে। আমি তো নতুন। তাই আমাকে অনেক স্টাডি করতে হয়েছে। চেয়েছি সুন্দর করে নিজের চরিত্র বিশ্বাসযোগ্য করে তুলতে। কতটা পেরেছি দর্শক বিচার করবেন।
রিয়েলি বলেন, ‘দর্শকের জন্যই আমরা কাজ করি। আমার প্রথম সিনেমা সবাইকে দেখার আহবান জানাব। সিনেমাটি দেখার পর আপনাদের মতামত দেবেন।
সিনেমাটিতে যুক্ত হলেন কীভাবে জবাবে এ নায়িকা বলেন, পরিচালক এ সিনেমাটির জন্য একজন নতুন মুখ খুঁজছিলেন। তখন আমার কাছে কাজের প্রস্তাব আসে। গল্পটি শুনে মনে হয়েছে, আমার এমন একটি সিনেমার মাধ্যমেই বড় পর্দায় আসা প্রয়োজন। কারণ গল্প এক কথায় অসাধারণ। আমি ভাগ্যবতী এত সুন্দর একটি গল্পের সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে আমার অভিষেক হলো এজন্য।
আড়াই কোটি টাকা বাজেটের সিনেমাটিতে ঢাকাই ছবির একজন সুপারস্টারের জীবনের ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে বলে গুঞ্জন রয়েছে।
এদিকে রিয়েলি অভিনীত ‘খোদা হাফেজ’ সিনেমাটি চলতি বছর ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এ ছাড়া বিগ বাজেটের ওয়েব সিরিজ ‘নেটওয়ার্ক’ও শিগগির দেখবেন বলে জানালেন এ নায়িকা। আরও কিছু চলচ্চিত্রের কাজ রয়েছে, যা এ বছরই শুটিং শুরু হবে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।