Apan Desh | আপন দেশ

জন্মদিনে বেপরোয়া অভিনেত্রী ফাতিমা

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১০:৫৪, ১২ জানুয়ারি ২০২৫

জন্মদিনে বেপরোয়া অভিনেত্রী ফাতিমা

ফাতিমা সানা শেখ।

শিশুশিল্পী থেকে পরিণত নায়িকা—বলিউডে এক অন্যরকম যাত্রার নাম ফাতিমা সানা শেখ। মাত্র কয়েক বছরের মধ্যে তিনি নিজের জাদুকরী অভিনয় দিয়ে জায়গা করে নিয়েছেন লক্ষ-লক্ষ ভক্তের হৃদয়ে। জন্মদিনে বেপরোয়া ফাতিমা আবারও খবরে। 

শনিবার (১১ জানুয়ারি) বিশেষ ফটোশুটে বাথটবে ধরা দিলেন অনন্য মেজাজে। সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে তার ছবিগুলো।

শ্রীনগরের মুসলিম পরিবারের সন্তান ফাতিমার মা। নাম রাজ তবস্সুম। অভিনেত্রীর বাবা বিপিন শর্মা আবার জম্মুর হিন্দু পরিবারের ছেলে। ফাতিমা নিজেকে নাস্তিক বলেই দাবি করেন।

নায়িকা হিসেবে বলিউডে কেরিয়ার শুরুর আগে ফাতিমা ফটোগ্রাফিতে হাত পাকিয়েছিলেন। তবে আমির খানের 'দঙ্গল' সিনেমা তার কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। ছবিতে গীতা ফোগাটের চরিত্রে অভিনয় করেছিলেন ৩২ বছরের অভিনেত্রী।

'দঙ্গল'-এর পর আবার আমিরের সঙ্গে 'ঠাগস অফ হিন্দোস্তান' ছবিতে অভিনয় করেন ফাতিমা। আমির ও কিরণ রাওয়ের বিচ্ছেদের ঘোষণার পরই ফাতিমার নাম খবরের শিরোনামে আসে। রটনা, 'দঙ্গল' নায়িকার জন্যই আমিরের ঘর ভেঙেছে।

আপন দেশ/এমবি


 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়