Apan Desh | আপন দেশ

বিয়ের পিঁড়িতে অভিনেতা প্রভাস, পাত্রী কে?

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১১:৫৮, ১২ জানুয়ারি ২০২৫

বিয়ের পিঁড়িতে অভিনেতা প্রভাস, পাত্রী কে?

অভিনেতা প্রভাস। ছবি: সংগৃহীত

দক্ষিণী সিনেমার সুপারস্টার প্রভাসের বিয়ে নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। তারকাখ্যাতির পাশাপাশি ব্যক্তিগত জীবনে অবিবাহিত থাকা নিয়ে আলোচনা বরাবরই তুঙ্গে। সমসাময়িক অনেক তারকা সংসারী হলেও ‘বাহুবলী’খ্যাত এ অভিনেতা এখনো সিঙ্গেল।

আনুশকা শেঠি, কৃতি শ্যাননের মতো অভিনেত্রীদের সঙ্গে নাম জড়ালেও কোনো সম্পর্কই বিয়েতে গড়ায়নি। তবে এবার শোনা যাচ্ছে, সব গুঞ্জনের অবসান ঘটিয়ে তিনি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন।

এ জল্পনার নতুন দিক উন্মোচন করেন প্রভাসের ঘনিষ্ঠজন ও দক্ষিণী তারকা রামচরণ। এক সাক্ষাৎকারে তিনি জানান, প্রভাস খুব শিগগিরই বিয়ে করতে চলেছেন। পাত্রী সম্পর্কে বলেন, অন্ধ্রপ্রদেশের গনপভরামের এক মেয়ে।

রামচরণের মন্তব্যের পর দক্ষিণী সিনেমার বিশ্লেষক মনোবালা বিজয়বালান এ জল্পনাকে উসকে দেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ প্রভাসের নাম লিখে একটি পোস্টে নবদম্পতির ইমোজি যোগ করেন। এরপর থেকেই ভক্তদের মাঝে উচ্ছ্বাস দেখা দেয়।

এ পোস্টে দেখেই কৌতূহল প্রকাশ করতে শুরু করেন প্রভাস ব্কতরা। উচ্ছ্বসিত হয়ে তারা পাত্রী সম্পর্কে জানতে চান। যদিও নেটিজেনদের একাংশ মনে করছেন, প্রভাসের বিয়ে জল্পনা নাকি এবারও স্রেফ গুঞ্জন।

পরবর্তী সিনেমার প্রমোশন হিসেবেই হয়তো বিয়ের কৌশল বেছে নিচ্ছেন এ তারকা। যদিও এ প্রসঙ্গে এখনও পর্যন্ত মুখ কুলুপ এঁটেছেন প্রভাস। বিয়ে নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়