Apan Desh | আপন দেশ

ডাকাতের ছুরিকাঘাতে আহত সাইফ আলি খান

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১০:৫৮, ১৬ জানুয়ারি ২০২৫

ডাকাতের ছুরিকাঘাতে আহত সাইফ আলি খান

বলিউড অভিনেতা সাইফ আলি খান

পাঠক শিরোনাম দেখে আপনি হয়তো ভাবছেন, এটা কোনো সিনেমার গল্প? মোটেও তা নয়, ঘটনা একদম বাস্তব। মুম্বাইয়ের বান্দ্রায় নিজ বাড়িতে ডাকাতের ছুরিকাঘাতে আহত হয়েছেন বলিউড অভিনেতা সাইফ আলি খান। পরে এ নায়ককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ১৫ জানুয়ারি ভোরে মুম্বাইয়ের বান্দ্রায় বলিউড অভিনেতা সাইফ আলি খান ও কারিনা কাপুরের বাড়িতে ডাকাতির চেষ্টা হয়েছে। সে সময় পরিবারের সব সদস্যরা গভীর ঘুমে ছিলেন। এ ঘটনায় ডাকাতদের বাধা দিতে গিয়ে আহত হয়েছেন সাইফ। ডাকাতদের সঙ্গে ধস্তাধস্তির সময় সাইফকে ছুরিকাঘাত করা হয়। এতে গুরুতর জখম হন অভিনেতা। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বাড়ির বাসিন্দারা জেগে ওঠার পর ডাকাতরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ তাদের খুঁজে বের করার চেষ্টা করছে। বান্দ্রা পুলিশ এফআইআর দায়ের করার প্রক্রিয়া সম্পন্ন করছে। অপরাধীকে গ্রেফতারের জন্য বেশ কয়েকটি পুলিশ দল গঠন করা হয়েছে।

বান্দ্রা ডিভিশনের ডিসিপির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এটা সত্যি। রাত আড়াইটার দিকে ডাকাতির চেষ্টার ঘটনা ঘটে। সাইফ আহত হয়ে লীলাবতী হাসপাতালে ভর্তি, তবে গুরুতর মনে হচ্ছে না। তিনি ছুরিকাঘাতে আহত হয়েছেন নাকি অন্য কোনোভাবে আহত হয়েছেন, তা এখনও স্পষ্ট নয়। মুম্বাই ক্রাইম ব্রাঞ্চও এ ঘটনার সমান্তরাল তদন্ত করছে।

লীলাবতী হাসপাতালের সিওও ডা. নীরজ উত্তমণি জানালেন, সাইফ বাড়িতে একজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি দ্বারা আক্রান্ত হয়েছিল। রাত সাড়ে তিনটা নাগাদ লীলাবতীতে নিয়ে আসা হয় তাকে। তার শরীরে ছয়টি আঘাত রয়েছে, যার মধ্যে দুটি বেশ গভীর। একটি আঘাত তার মেরুদণ্ডের কাছাকাছি। আমরা তার অপারেশন করছি। তার অস্ত্রোপচার করছেন নিউরোসার্জন নীতিন ডাঙ্গে, কসমেটিক সার্জন লীনা জৈন এবং অ্যানাস্থেটিস্ট নিশা গান্ধী। অস্ত্রোপচারের পরই ক্ষতির পরিমাণ জানা যাবে।

ডা. উত্তমণি আরও বলেন, সাইফের ঘাড়ে আরও একটি আঘাত রয়েছে; সেটিও খতিয়ে দেখা হচ্ছে। তিনি জানান, ভোর সাড়ে পাঁচটায় অস্ত্রোপচার শুরু হয়। হাসপাতালে পরিবারের সদস্যরা সাইফের সঙ্গে রয়েছেন।

সাইফ আলি খান ও কারিনা কাপুর থাকেন সৎগুরু শরণ ভবনে। তাদের সঙ্গেই থাকেন ৭ বছরের তৈমুর ও ৩ বছরের জেহ। ছাদ, বারান্দা, সুইমিং পুল নিয়ে ৩ বিএইচকে অ্যাপার্টমেন্ট। সঙ্গে ডাইনিংও বেশ বড়। কড়া নিরাপত্তা থাকার পরেও কীভাবে এমন ঘটনা ঘটল, তা আশ্চর্য করেছে সবাইকে। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়