Apan Desh | আপন দেশ

ভারতে কি করছেন সোহানা সাবা?

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩২, ১৮ জানুয়ারি ২০২৫

আপডেট: ১৩:৩৩, ১৮ জানুয়ারি ২০২৫

ভারতে কি করছেন সোহানা সাবা?

চিত্রনায়িকা সোহানা সাবা

রুপালী জগতের পরিচিত মুখ সোহানা সাবা। ২০১৪ সালে মুক্তি পায় তার অভিনীত ‘বৃহন্নলা’। বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় মুরাদ পারভেজ পরিচালিত সিনেমাটি। বৃহন্নলার জন্য ২০১৫ সালে ভারতের জয়পুর চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন সোহানা। এবার সে উৎসবে যোগ দিয়েছেন তিনি। সেখানে বিশেষ দায়িত্ব পালন করছেন সাবা। 

ভারতের জয়পুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের বিচারক হিসেবে মনোনীত হয়েছেন সোহানা সাবা। এক ফেসবুক পোস্টে তথ্যটি জানান তিনি নিজেই।

দীর্ঘ সে পোস্টে সোহানা সাবা বলেন, ২০২৪ এর আগস্ট মাসে যখন আমাকে প্রতিবারের মতো প্রোপজাল দেয়া হলো জুরি হতে, আমি এতটাই কাজহীন এবং মন খারাপ করেছিলাম যে চট করে এই প্রপোজালটা এবার এক্সেপ্ট করে নেই। জি হ্যাঁ, আমি অফিসিয়াল জুরি অফ জয়পুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৪। আমি এখন জয়পুরের পথে কলকাতা থেকে ফ্লাই করার জন্য অপেক্ষা করছি।

সোহানা সাবা আরও লিখেন, একটা কথা বলতে চাই যে, আগে শুধুমাত্র আমি আমার অভিনয়ের বা আমার কাজের ভক্ত পেয়েছি আজীবন। যারা আমাকে আমার কাজের জন্য ভালোবাসত। এখন (গত আগস্ট মাসের পরে) দেশের অথবা বিদেশের আনাচে-কানাচে প্রচুর বাংলাদেশিরা আমাকে ভালোবাসার দোয়া দিয়ে তাদের মেসেজ পাঠায়। আমি প্রত্যেকটা মেসেজ বা কথা পড়ি আর চোখ দিয়ে টপটপ করে আমার পানি পড়তে থাকে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়