Apan Desh | আপন দেশ

বাংলা সিনেমায় ফিরছেন বলিউড নায়িকা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১২:০৬, ২৯ জানুয়ারি ২০২৫

বাংলা সিনেমায় ফিরছেন বলিউড নায়িকা

নব্বই দশকের জনপ্রিয় নায়িকা রাভিনা ট্যান্ডন

নব্বই দশকের জনপ্রিয় নায়িকা রাভিনা ট্যান্ডন দীর্ঘ দিন ধরেই আলোচনার বাহিরে রয়েছেন। হিন্দি সিনেমাতে অনিয়মিত হয়ে পড়েছেন এ বলিউড অভেনেত্রী! তবে নতুন খবর হলো বড় পর্দায় ফিরতে যাচ্ছেন তিনি, তাও বাংলাতে! ভারতের টালিউড পরিচালক আতিউল ইসলামের ‘বানসারা’ সিনেমায় কাজ করার প্রস্তাব গেছে ‘টিপ টিপ বরষা পানির’ নায়িকার কাছে। কাজটি আলোর মুখ দেখলে দীর্ঘ ১৫ বছর পর বাংলা সিনেমায় রাভিনাকে পাবেন দর্শকরা।

২০১০ সালে মুক্তি পায় রাজা সেন পরিচালিত ‘ল্যাবরেটরি’ ছবিটি। এ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন রাভিনা। এ মুহূর্তে ‘বানসারা’ ছবিটির শুটিংয়ে ব্যস্ত পরিচালক আতিউল ইসলাম। গল্পে পুরুলিয়ার প্রেক্ষাপটে মাফিয়া এবং পুলিশের টক্কর। তারই মধ্যে রয়েছে অতিলৌকিক কিছু ঘটনা। 

ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন বনি সেনগুপ্ত ও অপরাজিতা আঢ্য। রাভিনার চরিত্রটি নাকি একজন ক্ষুরধার রাজনীতিকের। শোনা যাচ্ছে, ছবির কলকাতা পর্বের শুটিংয়ে তিনি উপস্থিত থাকতে পারেন।

সূত্রের দাবি, সিনেমার গুরুত্বপূর্ণ একটি চরিত্রের জন্য নির্মাতা ইতিমধ্যে রাভিনা ট্যান্ডনকে প্রস্তাব দিয়েছেন। গুঞ্জন শোনা যাচ্ছে, কলকাতায় সিনেমাটির বেশ কিছু শুটিংয়ের কাজ বাকি আছে। আর তাতেই নাকি তিনি উপস্থিত থাকতে পারেন।

নির্মাতার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি খবরের সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টা এখনও প্রাথমিক স্তরে রয়েছে। সিনেমাটি খুবই বড় আকারে তৈরি হচ্ছে বলেই আমরা রাভিনার কথা ভেবেছি।

নির্মাতা আতিউল আরও জানান রাভিনার সঙ্গে তিনি ইতিমধ্যেই যোগাযোগ করেছেন। ভিডিও কলে নাকি এ সিনেমা নিয়ে রাভিনার সঙ্গে আলোচনাও হয়েছে। তিনি আরও বলেন, চিত্রনাট্য তার পছন্দ হয়েছে। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি। তিনি রাজি হলে, কলকাতায় শুটিংয়ে যোগ দেবেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়