Apan Desh | আপন দেশ

এবার বাধার মুখে অপু বিশ্বাস

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫৮, ৩০ জানুয়ারি ২০২৫

এবার বাধার মুখে অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস

রাজনৈতিক পট পরিবর্তনের পর বদলে গেছে অনেক কিছুই। তবে উল্টো হাওয়া বইছে বিনোদন পাড়ায়। একের পর এক বাধার মুখে পড়ছেন পর্দার তারকারা। চট্টগ্রামে মেহজাবীন চৌধুরী ও টাঙ্গাইলে বাধার মুখে পড়েছেন চিত্রনায়িকা পরীমণি। এবার খোদ রাজধানীতেই বাধার মুখে পড়লেন আরেক অভিনেত্রী অপু বিশ্বাস। যে কারণে বাতিল করতে হলো তার একটি অনুষ্ঠান।

জানা গেছে, মঙ্গলবার (২৮ জানুয়ারি) ঢাকার কামরাঙ্গীচরের সোনার থালা নামের একটি রেস্তোরাঁর উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল অপু বিশ্বাসের। স্থানীয়রা বিষয়টি জানতে পেরে সংগঠিত হয়ে কামরাঙ্গীচর থানায় গিয়ে অভিযোগ জানায়। এরপর পুলিশের হস্তক্ষেপে অপুকে ছাড়াই রেস্তোরাঁর উদ্বোধন সম্পন্ন হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন কামরাঙ্গীচর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ লুৎফর রহমান। তিনি বলেন, স্থানীয় হুজুররা এসে অভিযোগ করার পর, থানা থেকে যোগাযোগ করা হয় রেস্টুরেন্ট কর্তৃপক্ষের সঙ্গে। তারা বিষয়টি আমলে নিয়ে অপুকে বাদ দিয়েই উদ্বোধন সম্পন্ন করেছেন।

থানায় অভিযোগ দেয়ার পর উপস্থিত স্থানীয় কয়েকজন ভিডিও প্রকাশ করেন। সেখানে একজন অভিযোগের বিষয়টি তুলে ধরে বলেন, অপু বিশ্বাসকে এনে উদ্বোধন করার উদ্যোগ নিয়েছে। এটা জানার পর মুসল্লি, জনতা ক্ষেপে উঠেছে। আমরা প্রশাসনের কাছে এসেছি। বলেছি, এ কামরাঙ্গীচরে নায়িকা-নর্তকি এনে এ ধরনের প্রোগ্রাম করা কিছুতেই ঠিক হবে না। দেশের জনগণ এমন আয়োজনে উত্তেজিত হয়ে যাচ্ছে। স্থানীয় মাদ্রাসার অনেক ওলামায়ে কেরাম এসে অভিযোগ জানিয়েছেন। এ জন্য আমরা ওসি সাহেবের কাছে দাবি জানিয়েছি, অপু বিশ্বাস যেন না আসতে পারেন। তবে অপু এ বিষয়টি নিয়ে একেবারেই চুপ।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়