আমিশা পাটেল, সালমান খান / ছবি: বলিউড হাঙ্গামা
বলিউড তারকাদের বিয়ে-বিচ্ছেদ নিয়ে নেটিজেনদের আগ্রহের শেষ নেই। বিশেষ করে ৬০ বছর ছুঁই ছুঁই সালমান খান এখনো বিয়ে করেননি বলে তাকে নিয়ে সবার আগ্রহ আরও বেশি। সালমান খানের ভক্তদের একটাই আফসোস, ভাইজান বিয়ে করেননি।
বন্ধু-সহকর্মীদের সন্তানরাও নায়ক-নায়িকা হিসেবে বলিউডে আসতে শুরু করেছে। অথচ ভাইজানের বিয়ের পিঁড়িতে বসার কোনো আভাস পাওয়া যাচ্ছে না। একনিষ্ঠ ভক্তরা অপেক্ষা করে আছেন, একদিন ঠিকই তার বিয়ের খবর পাবেন। আর যদি খবর আসে অভিনেত্রী আমিশা প্যাটেলের সঙ্গে সালমান খানের বিয়ে? তাহলে মন্দ কি।
সালমান-আমিশা একসঙ্গে জুটি বেধে অভিনয়ও করেছেন ডেভিড ধাওয়ানের ‘ইয়ে হে জালওয়া’ সিনেমার। পর্দার সে জুটি বাস্তবে রূপ নিতে যাচ্ছে? এমনই প্রশ্ন সরাসরি আমিশাকে করে ফেলেছেন তার এক ভক্ত। জবাবে আমিশা কবুল না বললেও অসম্মতিও জানাননি।
আরও পড়ুন<<>> অপু বিশ্বাসের ফিতা কাটলেন থানার ওসি
সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে আমিশা বলেন, অনুরাগীদের আবদার, সালমান খুবই যোগ্য। আপনিও উপযুক্ত। আপনাকে দেখতেও সুন্দর। সুন্দর সন্তানের জন্ম দেয়ার জন্য হলেও আপনাদের বিয়ে করা উচিত। আমি এ সব শুনে ভাবলাম, বিয়ে করার জন্য এ তো দারুণ কারণ! ‘কহো না পেয়ার হে’ সিনেমার পরে আমাকে আর হৃত্বিককে সকলেই একসঙ্গে দেখতে চেয়েছিলেন। হৃত্বিক বিয়ের কথা ঘোষণা করতেই সকলের মন ভেঙেছিল। কেউ মেনে নিতে পারছিল না।
এর আগে এক ভক্তর প্রশ্নেও অনেকটা এমন উত্তর দিয়েছিলেন আমিশা। তিনি বলেন, আপনারা কি চান? সালমান বা আমি কেউ এখনো বিয়ে করিনি, তাই আমরা বিয়ে করে ফেলি? নাকি একসঙ্গে পর্দায় জুটি বাঁধি? পরবর্তীতে তিনি এও বলেন, মনমতো ছেলে খুঁজে পাচ্ছি না। আমি তো বিয়ের জন্য কবে থেকেই প্রস্তুত।
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।