Apan Desh | আপন দেশ

বলিউডে রেকর্ড গড়তে যাচ্ছেন প্রিয়াঙ্কা 

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১১:২৭, ১ ফেব্রুয়ারি ২০২৫

বলিউডে রেকর্ড গড়তে যাচ্ছেন প্রিয়াঙ্কা 

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া

ক্যারিয়ারের শুরুটা বলিউডে হলেও এখন হলিউডেই থিতু হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। মার্কিন মুল্লুকে অভিনয় আর স্বামী সংসার নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। দীর্ঘ দিন বলিউডের কোনো সিনেমায় দেখা যায় না দেশি গার্লকে। অনেকে ভেবেছিলেন, প্রিয়াঙ্কা হয়তো আর বলিউডে ফিরবেন না। ঠিক সে রকম এক সময়ে নির্মাতা এস এস রাজামৌলির ছবিতে চুক্তিবদ্ধ হলেন তিনি।

ভারতের ব্লকবাস্টার খ্যাত নির্মাতার সিনেমা দিয়ে ৬ বছর পর ভারতীয় চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া। পারিশ্রমিক হিসেবে বলিউডদের নায়িকাকে দেয়া হবে ৩০ কোটি রুপি। খবর : বলিউড হাঙ্গামা

নির্মাতার ঘনিষ্ঠ সূত্র থেকে জানায়, প্রিয়াঙ্কা চোপড়া এস এস রাজামৌলির ‘এসএসএমবি২৯’ সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। ‘জঙ্গল অ্যাডভেঞ্চার’ ধাঁচে নির্মিত এ ছবিতে মহেশ বাবুর বিপরীতে অভিনয় করবেন এ নায়িকা। যার জন্য তিনি ৩০ কোটি রুপি পারিশ্রমিক নেবেন, যা ভারতীয় সিনেমায় যে কোনও অভিনেত্রীর জন্য সর্বোচ্চ। এর আগে এ নায়িকা ভারতে একটি সিনেমা করার জন্য ১৫ কোটি রুপি নিতেন। বর্তমানে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী দীপিকা পাডুকোন। তার সবশেষ মুক্তি পাওয়া ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমার জন্য তিনি ২০ কোটি রুপি নিয়েছিলেন।

দক্ষিণ ভারতীয় সিনেমার সুপারহিট নির্মাতা এস এস রাজামৌলি। ব্লকবাস্টার হিট ‌‘বা‌হুবলি’ সিরিজের দুই সিনেমা দিয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি। এরপর তিনি নিজের কাজের মুন্সিয়ানা দেখিয়েছেন ‘আরআরআর’ সিনেমায়। তারকাবহুল সে সিনেমা অস্কারেও বাজিমাত করেছিল।

এবার রাজামৌলি আসছেন নতুন সিনেমা নিয়ে। যার গল্পে দেখানো হবে আফ্রিকান জঙ্গলে রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার। এতে মহেশ বাবু একটি অনুসন্ধানকারী চরিত্রে অভিনয় করবেন। তার চরিত্রে দেখা যাবে লর্ড হনুমানের বৈশিষ্ট্য। প্রিয়াঙ্কার চরিত্রটি হবে শক্তিশালী এবং অ্যাকশনে ভরপুর। ভারতে প্রিয়াঙ্কার সবশেষ সিনেমা ছিলো ‌‘দ্য স্কাই ইজ পিঙ্ক’।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়