কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন
বছর খানেক ধরেই শরীরটা ভালো যাচ্ছিল না দেশের অন্যতম সেরা সংগীত তারকা সাবিনা ইয়াসমিনের। যে কারণে বিদেশে চিকিৎসা নিচ্ছিলেন এ কিংবদন্তি কণ্ঠশিল্পী। সম্প্রতি সুস্থ হয়ে সংগীতের মঞ্চে ফিরেছিলেন তিনি। শুক্রবার (৩১ জানুয়ারি) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে গান পরিবেশন করছিলেন এ শিল্পী। শ্রোতারাও মুগ্ধ হয়ে তার গান শুনছিলেন।
এমন সময় হঠাৎ মঞ্চেই অসুস্থ হয়ে পড়েন সাবিনা ইয়াসমিন। দ্রুত তাকে গুলশানের একটি হাসপাতালে নেয়া হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাকে এইচডিইউতে স্থানান্তর করা হয়।
সংগীতশিল্পী জাহাঙ্গীর সাইদ জানান, সাবিনা ইয়াসমিনের ভার্টিগো সমস্যা আছে। হঠাৎ গাইতে গাইতে তিনি ভার্টিগো সমস্যায় পড়েন। এরপর মাইক্রোফোন স্ট্যান্ড ধরতে গিয়ে ভারসাম্য রাখতে পারেননি। পড়ে যান। ‘আমাদের সাবিনা ইয়াসমিন : আমি আছি থাকব’ শীর্ষক এ পরিবেশনার মাধ্যমে এক বছরের বেশি সময় পর আবার মঞ্চে ফেরেন শিল্পী।
আগামী ১৮ ফেব্রুয়ারি চট্টগ্রামের একটি অনুষ্ঠানে গাওয়ার কথা রয়েছে বরেণ্য এ শিল্পীর। তবে চিকিৎসকের পরামর্শে আপাতত কোনো অনুষ্ঠানে তিনি গাইবেন না।
২০২৩ সালের শেষ দিকে অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন ও ব্রিসবেনে একাধিক স্টেজ শো করেন সাবিনা ইয়াসমিন। এরপর আর তাকে মঞ্চে দেখা যায়নি। পাঁচ দশকের বেশি সময় ধরে গানের সঙ্গে জড়িয়ে আছে সাবিনা ইয়াসমিনের নাম। গেয়েছেন উপমহাদেশের প্রখ্যাত দুই শিল্পী মান্না দে ও কিশোর কুমারের সঙ্গে।
চলচ্চিত্রে গান গেয়ে ১৪ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন কিংবদন্তি এ শিল্পী। সংগীতে অবদানের জন্য একুশে পদক এবং স্বাধীনতা পুরস্কারও অর্জন করেছেন। ১৯৬২ সালে রবীন ঘোষের সুরে প্রথম ছোটদের গানে কণ্ঠ দেন সাবিনা ইয়াসমিন। এরপর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।