Apan Desh | আপন দেশ

ভয় ভীতি দেখিয়ে জমি দখল করছেন পপি

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৩১, ৪ ফেব্রুয়ারি ২০২৫

ভয় ভীতি দেখিয়ে জমি দখল করছেন পপি

চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি।

চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির বিরুদ্ধে পারিবারিক জমি দখলের অভিযোগ তুলেছেন তার মা ও বোনেরা। তাদের দাবি, পপি দীর্ঘদিন ধরে তার স্বামীর প্ররোচনায় পরিবারের সদস্যদের হয়রানি করছে। বাবার সম্পত্তি এককভাবে দখল করতে চাইছেন।

পপির মা মরিয়ম বেগম বলেন, আমার মেয়ে আগে ভালো ছিল। কিন্তু বিয়ের পর থেকে সে আমাদের হুমকি-ধমকি দিচ্ছে। তার বাবার জমি দখল করতে চাইছে। আমরা এ বয়সে কোথায় যাব?

পপির মেঝো বোন ফিরোজা পারভীন জানান, আমরা ৪ বোন, ২ ভাই। পপি সবার বড়। বাবার মৃত্যুর পর থেকেই সে আমাদের হয়রানি করছে। পেশিশক্তির ভয়ও দেখিয়েছে। বিষয়টি নায়ক আলমগীর ও জায়েদ খানসহ অনেকে জানেন। আলমগীর সাহেব তাকে সমস্যা মেটানোর পরামর্শ দিলেও পপি তাতে কর্ণপাত করেনি।

তিনি আরও জানান, বর্তমানে পপি তার স্বামীর সঙ্গে খুলনায় অবস্থান করছেন। পরিবারকে হত্যার হুমকি দেয়া হয়েছে। এ নিয়ে তারা ন্যায়বিচার দাবি করেছেন।

প্রসঙ্গত, চিত্রনায়িকা পপি কয়েক বছর ধরেই নিজেকে আড়ালে রেখেছেন। তার বিয়ে ও সন্তান জন্মের খবর বিভিন্ন সময় শোনা গেলেও তিনি এ বিষয়ে কখনো মুখ খোলেননি।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়