![বিয়ে করছেন পাকিস্তানের জনপ্রিয় দুই তারকা বিয়ে করছেন পাকিস্তানের জনপ্রিয় দুই তারকা](https://www.dailyapandesh.com/media/imgAll/2021September/Pakistan-2502051251.jpg)
সংগৃহীত ছবি
পাকিস্তানের শোবিজ ইন্ডাস্ট্রির জনপ্রিয় জুটি মাওরা হোসেন ও আমির গিলানির বিয়ের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে। ২০২০ সালে সম্প্রচারিত নাটক সাবাতের মাধ্যমে ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী মাওরা হোসেন ও অভিনেতা আমির গিলানি। ২০২৩ সালে এ জুটির অভিনীত নাটক নিমও বেশ প্রশংসা কুঁড়িয়েছে।
শুধু টিভি পর্দায় নয়, পর্দার বাইরেও ঘন ঘন বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায় এ জুটিকে। বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে আইন নিয়ে পড়াশোনার সুবাধে দু’জনই সহপাঠী।
মাওরা হোসেন ও আমির গিলানির ভক্তরা দীর্ঘদিন ধরে এ জুটিকে সত্যিকারের দম্পতি হিসাবে পর্দার বাইরেও দেখতে চেয়েছিলেন। তবে এখন মনে হচ্ছে ভক্তদের এ ইচ্ছা হয়তো শিগগিরই পূরণ হবে।
পাকিস্তানের জনপ্রিয় শোবিজ সংবাদকর্মী ইরফান নিশ্চিত করেছেন, চলতি মাসের ফেব্রুয়ারিতে বিয়ে করবেন মাওরা ও আমির।
ইনস্টাগ্রাম পোস্টে তিনি আরও দাবি করেছেন, লাহোর ও ইসলামাবাদে এই দম্পতির বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গেছে।তবে এ বিষয়ে এই দুই শিল্পীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি।
এর আগে এক সাক্ষাৎকারে মাওরা হোসেন বলেছিলেন, আমির গিলানি একজন ভালো মানুষ। আমরা দুজনেই ঘনিষ্ঠ বন্ধু। যদি দুই বন্ধু একে অপরকে বিয়ে করতে চায় তবে সেটিও করতে পারে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।