Apan Desh | আপন দেশ

অভিনেত্রী শাওন-সাবাকে পরিবারের জিম্মায় ছেড়ে দিয়েছে ডিবি

বিনোদন প্রতিবেদবক

প্রকাশিত: ১৮:১৬, ৭ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ২১:২০, ৭ ফেব্রুয়ারি ২০২৫

অভিনেত্রী শাওন-সাবাকে পরিবারের জিম্মায় ছেড়ে দিয়েছে ডিবি

অভিনেত্রী শাওন-সাবা

নির্মাতা, অভিনেত্রী ও সংগীত শিল্পী মেহের আফরোজ শাওন এবং অভিনেত্রী সোহানা সাবাকে ডিবি কার্যালয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে।

শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, ডিবি কার্যালয় থেকে শাওন এবং সোহানা সাবাকে জিজ্ঞাসাবাদ শেষে নিজ নিজ পরিবারের জিম্মায় দেয়া হয়েছে।

জানা যায়, গত ১৫ জানুয়ারি কলকাতার হোটেল পার্কে অনুষ্ঠিত সভায় সরাসরি এবং ভার্চুয়ালি যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে শাওনের নাম উঠে আসে।

এরপরই বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে শাওনকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে নিজেদের হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। রাজধানীর ধানমণ্ডির বাসা থেকে তাকে একটি মাইক্রোবাসে সরাসরি মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেয়া হয়।

এরপর বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে ধানমণ্ডি এলাকা থেকে অভিনেত্রী সোহানা সাবাকেও আটক করে ডিবি কার্যালয়ে নেয়া হয়।

ডিবি সূত্রে জানা গেছে, অভিনেত্রী শাওনের পর সোহানা সাবা নজরদারিতে ছিলেন। তার বিরুদ্ধে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে।

আপন দেশ/এমএস
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়