
চিত্রনায়িকা পরীমণি
ঢাকাই সিনেমার অন্যতম লাস্যময়ী এবং আলোচিত নায়িকা পরীমণি। তার রূপে দিওয়ানা হয়নি এমন নেটিজেন খুব কমই আছে। কেবল রূপে নয় গুণেও পরী দেখিয়েছেন ব্যাপক মুন্সিয়ানা। তার অভিনয় জাদুতে দিশেহারা পরী ভক্তরা। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে রয়েছে পরীর লাখ লাখ ভক্ত-অনুরাগী।
সেসব ভক্তদের জন্যই সব সময় ফেসবুকে সরব থাকে পরীমণি। নিজের ব্যাক্তিগত অনেক কিছুই ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি। কখনো কখনো আবার নিজের ভালো লাগার বিষয়গুলোও তুলে ধরেন এ তারকা।
তারই ধারাবাহিকতায় এবার ফেসবুক ভেরিফায়েড পেজে একটি ভিডিও পোস্ট করেছেন পরীমণি। সেখানে ক্যাপশনে তিনি উল্লেখ করেছেন, মানুষ কী করে এত সহজে মানুষকে ছেড়ে চলে যায়।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ফেসবুকে পরীমণি লিখেছেন, দু-চার দিনের জন্য কোথাও ঘুরতে গেলে ফেরার সময় জায়গাটার জন্য কেমন একটা মন খারাপ লাগে। আমি শুধু ভাবি, মানুষ কী করে এত সহজে মানুষকে ছেড়ে চলে যায়? এত মায়া কী শুধু তাদেরই, যারা শুধু পড়েই রয়? কে জানে? যাইহোক, হ্যাপি রোজ ডে এভরিওয়ান।
দিকে এ অভিনেত্রীর পোস্ট দৃষ্টি এড়ায়নি ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও নেটিজেনদের। তারা মন্তব্যের ঘরে তাদের মতামত জানিয়েছেন। কেউ কেউ আবার প্রিয় তারকার সঙ্গে একাত্মতাও পোষণ করেছেন সেখানে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।