Apan Desh | আপন দেশ

আমির খানের জীবনে নতুন প্রেম, কে সেই রহস্যময় নারী?

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২২:৪১, ৮ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ২২:৪৩, ৮ ফেব্রুয়ারি ২০২৫

আমির খানের জীবনে নতুন প্রেম, কে সেই রহস্যময় নারী?

আমির খান

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান বহু নারীতে আসক্ত। এক নারীতে কখনই থিতু হতে পারেননি এ বলিউড সুপারস্টার। তার জীবনে একের পর আসছে নতুন নারী। সে ধারাবাহিকতায়, আমিরের জীবনে নাকি এসেছে নতুন এক নারী।

৫৯ বছরের মিস্টার পারফেক্টশনিস্ত খ্যাত এ অভিনেতা নাকি আবারও প্রেমে পড়েছেন ।    

এর আগেও দুবার বিবাহ বিচ্ছেদ হয়েছে আমির খানের। কিছুদিন আগে ফাতিমা সানা শেখের সঙ্গে  প্রেমের গুঞ্জন উঠেছিলো। তবে,কয়েকদিন ধরেই বলিউড ইন্ডাস্ট্রির অন্দরে শুরু হয়েছে নতুন চর্চা। আমির খানের জীবনে আবারও নাকি নতুন প্রেম এসেছে। জানেন কে সেই রহস্যময়ী নারী? 

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত বলিউডের সঙ্গে কোনো যোগাযোগ নেই গৌরীর। তবে দক্ষিণী চলচ্চিত্র জগতের সঙ্গে তার কোনো যোগ রয়েছে কিনা, তা এখনো প্রকাশ্যে আসেনি। তাই অনুরাগীদের মধ্যে গৌরীর পেশা নিয়ে ইতোমধ্যে কৌতূহল তৈরি হয়েছে। 

তবে কি বলিউডের মিস্টার পারফেকশনিস্টের জীবনের এক নতুন অধ্যায় শীঘ্রই শুরু হতে চলেছে?

উল্লেখ্য, ১৯৮৬ সালে রিনা দত্তকে বিয়ে করেছিলেন আমির খান। তাদের দুই সন্তান রয়েছেন জুনায়েদ খান ও ইরা খান। ২০০২ সালে রিনার সঙ্গে দাম্পত্যে ইতি টেনেছিলেন অভিনেতা। এরপর আমিরের সঙ্গে সম্পর্কে জড়ান তারই সহপরিচালক কিরণ রাও। ২০০৫ সালে বিয়ে করেছিলেন তারা। সে সম্পর্কও টেকেনি বেশি দিন। ২০২১ সালে যৌথভাবে বিচ্ছেদ ঘোষণা করেন তারা। আমির ও কিরণের এক পুত্র রয়েছে। তার নাম আজাদ রাও খান।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়