Apan Desh | আপন দেশ

ভাইয়ের বিয়েতে আমন্ত্রণ পেলেন না পরিণীতি!

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১২:৫৪, ৯ ফেব্রুয়ারি ২০২৫

ভাইয়ের বিয়েতে আমন্ত্রণ পেলেন না পরিণীতি!

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী পরিণীতি চোপড়া

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী পরিণীতি চোপড়া। ২০২৩ সালের শেষে রাঘব চাড্ডার সঙ্গে গাঁটছড়া বাঁধেন এ নায়িকা। তার বিয়েতে দেখা মেলেনি বোন প্রিয়াঙ্কা চোপড়ার। তা নিয়ে জোর গুঞ্জন চলেছিল বলিপাড়ায়। এবার বিয়ের পিঁড়িতে প্রিয়াঙ্কার নিজের ভাই সিদ্ধার্থ চোপড়া। নীলম উপাধ্যায়ের সঙ্গে গাঁটছড়া বাঁধছেন প্রিয়াঙ্কা চোপড়ার ভাই।   

ভাইয়ের বিয়ের তোড়জোড় জোরকদমে শুরু করেছেন প্রিয়াঙ্কা। সিদ্ধার্থ চোপড়ার প্রাক-বিবাহ অনুষ্ঠানে স্বামী নিকের সঙ্গে দেখা গেছে ‘দেশি গার্ল’কে। কিন্তু ওই অনুষ্ঠানে দেখা মেলেনি আরেক বোন পরিণীতির। তারপর থেকেই গুঞ্জন তুঙ্গে। তবে কি প্রিয়াঙ্কার অনুপস্থিতির প্রতিশোধ নিতেই সিদ্ধার্থের বিয়েতে হাজির হবেন না পরিণীতি? 
 
ভারতের সংবাদমাধ্যম সূত্রে খবর, পরিণীতি ভাইয়ের প্রাক বিয়ের অনুষ্ঠানে হাজির না থাকলেও সিদ্ধার্থের বিয়েতে সামিল হবেন। তার স্বামী রাঘব চাড্ডাও সেখানে থাকবেন বলে আশা করা হচ্ছে। কিন্তু এর মাঝেই সমাজমাধ্যমে নজর কাড়ল পরিণীতির একটি পোস্ট। ওই পোস্টে লেখা রয়েছে, ‘জীবনে সময় খুব অল্প। তাই সেইসব মানুষকে বেছে নিন যারা আপনাকে প্রাধান্য দেয়।’ অভিনেত্রীর এ পোস্ট দেখে কপালে ভাঁজ পড়েছে নেটিজেনদের। তবে কি দিদির সঙ্গে মনোমালিন্যের জেরে ভাইয়ের বিয়েতে আসবেন না পরিণীতি?

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়