
জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি
বাবা-মা আদর করে নাম রেখেছিলেন ফারজানা ইয়াসমিন কলি। কিন্তু রুপালী জগতে পা রেখে তিনি হয়ে গেছেন সামিরা খান মাহি। এ নামেই পরিচিতি এবং দর্শকপ্রিয়তা পেয়েছেন এ মডেল ও অভিনেত্রী। ছোট পর্দার তুমুল জনপ্রিয় এ নায়িকা বর্তমানে ব্যস্ত সময় পার করছেন। সামনে ভ্যালেন্টাইন ডে, তারপরেই আসছে ঈদ।
সম্প্রতি এক সাক্ষাতকারে নিজের ব্যস্ততার কথা বলেন মাহি। ব্যস্ত সময় কেমন কেমন উপভোগ করছেন? জানতে চাইলে তিনি বলেন, আলহামদুলিল্লাহ, ভালো উপভোগ করছি। ব্যস্ততা না থাকলে আসলে জীবন ভালো লাগে না। এ ছাড়া একজন আর্টিস্টের কাজের ব্যস্ততা না থাকলে তার জীবন বিষাদময় হয়ে যায়। আমি এ ব্যস্ততা এনজয় করছি।
আর মাত্র কৎদিন পরেই ভালোবাসা দিবস, তারপর ঈদ। সব মিলিয়ে ব্যস্ততা কেমন? মাহি বলেন, বিশেষ কিছু দিবসে দর্শক আমাদের কাছে বিশেষ কিছু দেখতে চায়। যার জন্য আমাদের পরিকল্পনা করে কাজ করতে হয়। এ ছাড়া টেলিভিশন ও ইউটিউব নাটকের দর্শক আলাদা হওয়াতে আমাদের কাজের মধ্যেও ভিন্নতা থাকে। সব মিলিয়ে এ সময়টিতে কাজের অনেক চাপ থাকে, যা সারা বছরের থেকে বেশি। অনেক সময় এমনও হয়, বাসায় যাওয়ারও সময় হয় না। এক শুটিং সেট থেকে আরেক শুটিংয়ে চলে যেতে হয়। এভাবেই চলছে বিগত কয়েক বছর ধরে। তবে উৎসবগুলোতে কাজের এমন ব্যস্ততা আমি উপভোগ করি।
বিনোদন জগতে কাজের ক্ষেত্রে পারিবারিক কোনো প্রতিবন্ধকতা ছিল কিনা জানতে চাইলে এ অভিনেত্রী বলেন, শুরুতে একটু ছিল। আমি সিলেটে বড় হয়েছি। এ ছাড়া আমার পরিবারে মিডিয়াতে কেউ নেই। শুরুতে মিডিয়াতে কাজ নিয়ে আমার পরিবারের একটু প্রতিবন্ধকতা ছিল। তবে এখন তারা আমার সফলতা নিয়ে গর্ব করে। ভালো কাজ করলে সবাই সমর্থন করবে—এটা আমি বিশ্বাস করি।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।