Apan Desh | আপন দেশ

নারী ভক্তের ৭২ কোটির সম্পত্তি ফিরিয়ে দিলেন সঞ্জয় দত্ত

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৫:৫৬, ৯ ফেব্রুয়ারি ২০২৫

নারী ভক্তের ৭২ কোটির সম্পত্তি ফিরিয়ে দিলেন সঞ্জয় দত্ত

সঞ্জয় দত্ত।

সঞ্জয় দত্ত বলিউডের দাপুটে অভিনেতা। ১৯৮১ সালে ‘রকি’ সিনেমার মাধ্যমে অভিষেক হয় তার। প্রথম সিনেমাতেই হিটের তকমা পেয়ে যান তিনি। সিনেমার গল্পের মতোই তার জীবনে ঘটে গেল এক অবাক কাণ্ড।

১৩৫টিরও বেশি সিনেমায় অভিনয় করেছে সঞ্জয় দত্ত। বলিউড সাঞ্জু বাবা নামেই পরিচিত তিনি। তার একসময়ের ‘চকোলেট বয়’ ইমেজ বহু তরুণীর হৃদয়ে ঝড় তুলেছিল।

এমনকী নারীদের কাছে সাঞ্জু বাবার ক্রেজ এমন ছিল যে এক নারী ভক্ত নিজের মৃত্যুর আগে ৭২ কোটি টাকার সম্পত্তি লিখে দিয়ে যান তার নামে!

হিন্দুস্তান টাইমসের খবর, সময়টা ২০১৮ সাল। হঠাৎ থানা থেকে ফোন পেয়েছিলেন সঞ্জয়। পুলিশ তাকে জানায়, নিশা পাতিল নামের এক নারী ১৪ দিন আগে প্রয়াত হয়েছেন। সঞ্জয়ের নামে লিখে রেখে গিয়েছেন ৭২ কোটি টাকার সম্পত্তি।

সে খবর শুনে হতভম্ব অভিনেতা! স্পষ্ট করে দিয়েছিলেন, সব সম্পত্তি সে ভক্তের পরিবারকেই দেয়া উচিত। যদিও ব্যাঙ্ক থেকে জানানো হয়, নমিনি হিসাবে সঞ্জয় দত্তের নামই উল্লেখ করা হয়েছে। তার পালি হিলের বাসভবনও ব্যাঙ্ক ডিটেলসে রয়েছে।

এর পর কী করলেন সঞ্জয়? তিনি বলেন, আমাদের মতো অভিনেতার নামে লোকে সন্তানের নাম রাখেন, রাস্তায় পিছু নেন, উপহারও পাঠান। কিন্তু এ ঘটনা আমাকে হতবাক করেছে।

আমি নিশাকে চিনি না। কিন্তু তিনি যা করেছেন তার পর আমি বাক্যহারা। সম্পত্তির এক কণাও আমি দাবি করব না। এর পর আইনজীবীরা যোগাযোগ করলেও সঞ্জয় একই কথা বলেন। শেষমেশ মধ্যস্থতা করতে চেয়ে বলেন, সম্পত্তির অধিকার যাতে পরিবার পায় তার জন্য আমি যে কোনও আইনি পথে হাঁটতে রাজি আছি।

সঞ্জয় দত্ত বলিউড অভিনেতাদের মধ্যে অন্যতম জনপ্রিয়। ব্যক্তিগত জীবনে সঞ্জয় দত্ত নিজেই ২৯৫ কোটি টাকার মালিক। প্রতি ছবিতে তিনি ৮-১৫ কোটি টাকা পারিশ্রমিক নেন বলে জানা যায়। 

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়