
জনপ্রিয় অভিনেত্রী কুসুম সিকদার
২০০২ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতা থেকে উঠে আসেন কুসুম সিকদার। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে। নিয়মিত কাজ করতে থাকেন বিজ্ঞাপনচিত্র ও নাটকে। তরতর করে এগিয়ে সফলতা পেয়েছেন বড় পর্দায়ও। ‘লালটিপ’ খ্যাত অভিনেত্রীর আরও গুণ রয়েছে। গান করেন, বই লেখেন, এমনকি চলচ্চিত্র পরিচালনাও করেছেন কুসুম।
তবে সিনেমায় বেছে বেছে অভিনয় করেন তিনি। গেল বছরের অক্টোবরে সবশেষ নিজের পরিচালিত ‘শরতের জবা’ সিনেমায় দেখা গেছে তাকে।
এবিয়ে কুসুম সিকদার বলেন, আমি একটু সময় নিয়েই কাজ করতে পছন্দ করি। আপাতত কোন নাটক বা সিনেমার পরিকল্পনা নেই। তবে আমার একটা মিউজিক্যাল ফিল্ম রেডি আছে। এখন দেখা যাক কবে সেটা দেখাতে পারব।
এগিয়ে আসছে ভ্যালেন্টাইন ডে। এ উপলক্ষ্যে প্রতি বছর অনেক উপহার পেয়ে থাকেন অভিনেত্রী। কুসুম বলেন, ভ্যালেন্টাইন উইকে আমার অনেক গিফট আসে। পরিচিতদের বাইরে অপরিচিতরাও উপহার পাঠায়। পরিচিতরা বলেই পাঠায়, যদিও আমি বারবার না করি তারপরও পাঠায়। যাইহোক ভালোবাসা প্রকাশে আনন্দ আছে, ভালোবাসা প্রকাশ করুক। কিন্তু অপরিচিতদের উপহার একটু কেমন না, মাঝে মাঝে খুলতেও ভয় লাগে ভেতরে কি আছে! অনেক সময় কিছু লেখাও থাকে না।
প্রেম পড়ে কারও প্রতি সিরিয়াস ছিলেন কিনা? এমন প্রশ্নে এ অভিনেত্রী বলেন, আমি কখনো হাত-পা কাটিনি, কিন্তু আমার জন্য হাত কেটেছে। আমরা যখন স্কুলে পড়ি তখন হাত কেটে নাম লেখা বা রক্ত দিয়ে চিঠি লেখার একটা ট্রেন্ড ছিল। আমি জানি না, এখনকার ছেলেমেয়েরা এগুলো করে কিনা। কিন্তু আমার জন্য কয়েকজন এরকম হাত কেটে নাম লিখেছিল।
বর্তমান সময়ে প্রেমের প্রস্তাবের বিষয়ে কুসুম সিকদার বলেন, এখনো নিয়মিত প্রস্তাব আসে। যারা অপরিচিত তাদের সঙ্গে তো কথাই বলি না কিন্তু যারা পরিচিত তাদেরকে বুঝিয়ে বলি। কারণ আমারও তো পছন্দ হতে হবে, ভালো লাগতে হবে। আমার স্পেশাল কিছু প্রত্যাশা আছে, সেগুলো ম্যাচিং করতে হবে।
কী ধরণের প্রত্যাশা? এমন প্রশ্নে কুসুম সিকদার বলেন, একটু মেধাবী হতে হবে, একটু জ্ঞান থাকতে হবে, সুন্দর করে কথা বলতে পারতে হবে। কারণ কথা দিয়েই তো যোগাযোগ শুরু হয়। অভিনয় শিল্পীদের অনেক স্ট্রেচ থাকে সেগুলো যেন তার সঙ্গে শেয়ার করতে পারি, সাজেশন নিতে পারি এবং তার জীবনের গল্প আমি শুনতে চাই। আর একটু কালচারাল মাইন্ডের না হলে তো আমাদের শিল্পীদের সঙ্গে সম্ভব না।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।