Apan Desh | আপন দেশ

‘পরী আমার’—শেখ সাদীর পোস্টে পরীমণির রহস্যময় জবাব

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩৩, ১০ ফেব্রুয়ারি ২০২৫

‘পরী আমার’—শেখ সাদীর পোস্টে পরীমণির রহস্যময় জবাব

সংগৃহীত ছবি

ঢালিউড অভিনেত্রী পরীমণি ও সংগীতশিল্পী শেখ সাদীর সম্পর্ক নিয়ে গুঞ্জন তুঙ্গে। যদিও দুজনই প্রেমের কথা অস্বীকার করেছেন। তবে তাদের সাম্প্রতিক ফেসবুক কার্যক্রম ভক্তদের কৌতূহলী করে তুলেছে।

কিছুদিন আগে পরীমণির গ্রেফতারি পরোয়ানা জারি হয়। এতে পরীমণির জামিনদার হিসেবে আদালতে হাজির হন শেখ সাদী। এরপর থেকেই তারা নিয়মিত একসঙ্গে দেখা যাচ্ছিলেন। যা নিয়ে নানা জল্পনা-কল্পনা শুরু হয়।

তারা প্রেম গুঞ্জন উড়িয়ে দিলেও সাদীর সাম্প্রতিক একটি পোস্ট নজর কাড়ে সবার। যেখানে ‘পরী’র প্রতি মগ্ন হওয়ার ভাব প্রকাশ করেন সাদী। সঙ্গে সে পোস্টে পরীর প্রতিক্রিয়াও ইঙ্গিত দেয় আরও গভীর কিছুর! 

রোববার রাতে নিজের কিছু ছবি প্রকাশ করেন সাদী। আর ছবিগুলোর ক্যাপশনে ইংরেজিতে লেখেন দুটি ইংরেজি বাক্য। যার বাংলা অর্থ দাঁড়ায়- ‘মেয়েদের আর ভালো লাগে না। আমি পরীর যোগ্য’।

সাদীর এমন ফেসবুক পোস্টে ঢালিউড চিত্রনায়িকা পরীমণিও সাড়া দেন। দরজার আড়াল থেকে উঁকি দেয়া একটি স্টিকার কমেন্ট দিয়ে পরী লেখেন, ‘ওহ’।

এরপর থেকেই ফের প্রেম জল্পনা পরী-সাদীকে নিয়ে। সাদীর পোস্টে অনুরাগীদের মন্তব্য ছিল এমন, ‘দুজনের জন্যই অনেক ভালোবাসা রইল।’ আরেকজন লেখেন, ‘আমাদের সন্দেহ ঠিক ছিল।’ অপর আরেকজন লেখেন, ‘আগেই ধারণা করেছিলাম, আর আজকে একদম স্পষ্ট হয়ে গেল!’

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়