Apan Desh | আপন দেশ

লাইভ শো চলাকালে পুলিশের হাতে ভারতীয় গায়ক আটক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২২:১৪, ১০ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ২২:১৫, ১০ ফেব্রুয়ারি ২০২৫

লাইভ শো চলাকালে পুলিশের হাতে ভারতীয় গায়ক আটক

হার্ডি সান্ধু

লাইভ শো চলাকালীন সময়ে মঞ্চ থেকে ভারতের পাঞ্জাব প্রদেশের জনপ্রিয় সংগীতশিল্পী হার্ডি সান্ধুকে আটক করেছে পুলিশ। 

শনিবার (০৮ ফেব্রুয়ারি) রাতে চণ্ডীগড়ের সেক্টর ৩৪-এ অনুষ্ঠিত একটি ফ্যাশন শোতে কোনো অনুমতি ছাড়াই পারফর্ম করায় তাকে আটক করা হয়।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি প্রতিবেদন অনুসারে, আয়োজক সংস্থা শুধু ফ্যাশন শো আয়োজনের অনুমতি নিয়েছিল। তবে সেখানে হার্ডি সান্ধুর পারফরম্যান্সের কথা উল্লেখ ছিল না। আয়োজকরা দাবি করেছিলেন, শুধু রেকর্ড করা গান বাজানো হবে। কিন্তু লাইভ পারফরম্যান্স শুরু হলে পুলিশের হস্তক্ষেপে হার্ডি সান্ধুকে আটক করা হয়।

এদিকে, শো চলাকালীন সময়ে গায়ককে পুলিশের আটকের পর অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব নিয়েও প্রশ্ন তুলেছে অনেকে। তবে আয়োজকরা দ্রুত লাইভ শো-এর অনুমতি নেয়ার ব্যবস্থা করেন। 

প্রতিবেদনে আরও জানা গেছে, আটকের পর ওই গায়ককে নিয়ে যাওয়া হয়েছিল ৩৪ নম্বর সেক্টর থানায়। তবে খবর পেয়ে গায়ককে ছাড়াতে থানায় ছুটে যান আয়োজকরা। এ সময় ফ্যাশন শো এবং গানের বিষয়ে প্রয়োজনীয় অনুমতিপত্র দেখালে হার্ডি সান্ধুকে ছেড়ে দেয় পুলিশ। তবে পুলিশের হাত থেকে ছাড়া পেলেও শো না করেই শহর ছেড়ে চলে যান ওই গায়ক।

উল্লেখ্য, সংগীতের পাশাপাশি হার্ডি সান্ধু অভিনয়েও নিজের প্রতিভা দেখিয়েছেন। বলিউডে তার অভিষেক হয় কিংবদন্তি ক্রিকেটার কপিল দেবের জীবনীচিত্র ‘৮৩’-এর মাধ্যমে। সংগীতে ‘টাকিলা শট’ তার প্রথম গান হলেও ‘সোচ’ তাকে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়। এরপর ‘ব্যাকবোন’, ‘কেয়া বাত হ্যায়’ ও ‘বিজলি বিজলি’-র মতো হিট গান উপহার দিয়েছেন এ পাঞ্জাবি গায়ক।

আপন দেশ/এমএস
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়