Apan Desh | আপন দেশ

একই দিনে ফাল্গুন-ভ্যালেন্টাইনে খুশি প্রভা

মুহাম্মদ আসাদুজ্জামান নূর

প্রকাশিত: ১১:০৫, ১১ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৭:১৭, ১১ ফেব্রুয়ারি ২০২৫

একই দিনে ফাল্গুন-ভ্যালেন্টাইনে খুশি প্রভা

সাদিয়া জাহান প্রভা

বিজ্ঞাপনের মাধ্যমে পরিচিতি পাওয়া সাদিয়া জাহান প্রভা ছোট পর্দায় ব্যপক জনপ্রিয়তা পান খুব অল্প সময়েই। একটা সময় তার দারুণ ব্যস্ততা ছিল নাটক পাড়ায়। নিয়মিত কাজে নিজে যেমন মুখর থাকতেন, মাতিয়ে রাখতেন ভক্তদের। তবে নানা কারণে সেই পথ আর মসৃণ থাকেনি।  ভালো অভিনয়ের পাশাপাশি নানা সময় নিজের ব্যক্তিগত জীবন নিয়েও নানা বিতর্কের মুখমুখী হতে হয়েছে এ অভিনেত্রীকে। যে কারণে শোবিজ থেকে নিজেকে প্রায় গুটিয়ে নিয়েছেন তিনি। 

দেশ ছেড়ে মার্কিন মুলুকে অবস্থান করছিলেন প্রভা। সেখানে মেকআপ আর্টিস্ট হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করেছে। যুক্তরাষ্ট্র থেকে মেকআপের প্রশিক্ষণ নিয়ে সম্প্রতি দেশে ফিরে এ অভিনেত্রী। দেশে ফিরে ব্যস্ত হয়ে পড়েছেন তিনি। তারই ধারাবাহিকতায় একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হাজির ছিলেন প্রভা। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। কথা বলেন নিজের অভিনয়, ক্যারিয়ার প্রসঙ্গে। কাজের কথা ছাড়াও ব্যক্তিগত কথা নিয়েও আলোচনা করেন প্রভা। 

এদিকে আসছে ভালোবাসা দিবস। বছরে বিশেষ এই দিনটি উপলক্ষ্যে আর সাধারণদের মতো নানান পরিকল্পনা থাকে তারকাদেরও। যা নিয়ে অনুরাগীদের আগ্রহ একেবারে কম না! তাই তো, ভালোবাসা দিবসের পরিকল্পনা নিয়ে এদিন প্রশ্নের মুখে পড়েন অভিনেত্রী।  

ব্যক্তিগত জীবন নিয়ে প্রভা বলেন, ‘নিজেকে এক্সপোজ করতে পছন্দ করি না। কোথায় যাচ্ছি, কি করছি, কি খাচ্ছি- এসব। একটা সময় যখন প্রথম ইনস্টাগ্রাম খুলেছিলাম, খুব এক্সাইটমেন্ট কাজ করত। যেমন কোথাও গেলে বা সকাল বেলা উঠে কফি খেলে স্টোরি দিতাম। কিন্তু এখন লো লাইফ উপভোগ করছি।’

কথা প্রসঙ্গে ভালোবাসাকে সংজ্ঞায়িতও করলেন প্রভা। বললেন, ভালোবাসাটা হচ্ছে যেই মানুষটাকে আমরা ভালোবাসব, সে মানুষটার জন্য আমার পর্যাপ্ত সম্মান ও বিশ্বাস থাকবে। ভালোবাসা দিবস পালন করেন কি না, এমন প্রশ্নের জবাবে প্রভা বলেন, যখন ভালোবাসা দিবস পালন করতে ইচ্ছে করে, তখন করি। আবার যখন ফাল্গুন পালন করতে ইচ্ছে করে, তখন ফাল্গুন। বাংলা একাডেমি যেটা করেছে, ১৩ ফেব্রুয়ারি পয়লা ফাল্গুন আর ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস এক করে ফেলেছে। বাকিটা আপনার সিদ্ধান্ত, আপনি কোনটা বেছে নেবেন! 

কিন্তু কোনটা বেছে নেবেন ফাল্গুন না ভ্যালেন্টাইন্স- সে প্রশ্নের জবাবে প্রভা বললেন, আমার প্ল্যান শুধু ফাল্গুন নিয়ে। আমি খুশি যে, ভালোবাসা দিবস আর ফাল্গুন একই দিনে। কারণ, লালের চেয়ে আমার বাসন্তী রঙ বেশি পছন্দ।’ বলে রাখা ভালো, সংশোধিত বাংলা বর্ষপঞ্জিতে পহেলা ফাল্গুন অর্থাৎ বসন্তের প্রথম দিনেই হয় ভালোবাসা দিবস। অর্থাৎ ইংরেজি বর্ষপঞ্জির ১৪ ফেব্রুয়ারি যেটি বাংলা পঞ্জিকায় ১লা ফাল্গুন। তবে আগে এমনটি ছিল না। তখন বসন্তের প্রথম দিন অর্থাৎ পহেলা ফাল্গুন ছিল ১৩ ফেব্রুয়ারি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়