Apan Desh | আপন দেশ

বাবার সম্পত্তি বণ্টন, এবার ভাইকে নিয়ে লিখলেন রুনা খান

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৭, ১১ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৮:৪২, ১১ ফেব্রুয়ারি ২০২৫

বাবার সম্পত্তি বণ্টন, এবার ভাইকে নিয়ে লিখলেন রুনা খান

রুনা খান- ভাই তুহিন খান

জমি সংক্রান্ত বিবাদের জেরে সম্প্রতি চিত্রনায়িকা পপি ও তার পরিবারকে নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। বিষয়টি থানা থেকে আদালত পর্যন্ত গড়িয়েছে। এরই মধ্যেই সামনে এলো অভিনেত্রী রুনা খানের বাবার সম্পত্তি বণ্টনের বিষয়। তবে এখানে দ্বন্দ্ব নয়, সঠিকভাবে বাবার সম্পত্তি ভাগ করেছেন রুনার ভাই তুহিন।

বাবার সম্পত্তি বণ্টনের বিষয়ে সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাস দেন রুনা খান। তিনি জানান, আমার বাবার ২৫ কাঠা একটি জমি ছিল। ওই জমি বিক্রির অর্ধেক টাকা তাকে তুহিন বুঝিয়ে দিয়েছে। সবাই ভাইকে নিষেধ করলেও তিনি তা শুনেননি। দেশের আইনের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেছেন, ‘আমি দেশের নিয়ম মানি না।’

এ অভিনেত্রী তার পোস্টে উল্লেখ করেন, তুহিন বয়সে আমার দেড় বছরের ছোট। কিন্তু পড়াশুনায় ৫ বছর পেছনে! আম্মা-আব্বু আমাকে ৫ বছর বয়সে প্রাথমিক বিদ্যালয়ে স্কুলে সরাসরি ক্লাস টুতে ভর্তি করান। আর ভাইকে ৫ বছরে প্লে-গ্রুপে, কিন্ডার-গার্ডেনে, ক্লাস টু উঠতে উঠতে তার বয়স ১০।

এরপর রুনা খান লেখেন, তিনি যখন ইডেনে অনার্সে ভর্তি হন তখন তুহিন ৯ম শ্রেণিতে পড়েন। পারিবারিক বাস্তবতায় রুনাকে টিউশনি করে পড়াশোনা করতে হয়েছে, সংসারের হাল ধরতে হয়েছে। রুনার অবদান ভুলেননি তার ভাই।

জমি বিক্রির টাকা ভাগ করার সময় সবাই তুহিনকে বলেছে, তোমার সম্পত্তি এক টাকা হলে রুনার দশ টাকা। ও তোমার চেয়ে দশগুণ আয়ও করে। জবাবে ভাই বলেছেন, রুনার আমার থেকে ১০ গুন বেশী আছে তাই অর্ধেক দিলাম, নইলে ওকে পুরাটা দিতাম। বাপের ২৫ কাঠা জমি যে ২৫ বছর আগেই বেঁচে খেতে হয়নি, তার কারণ রুনা। 

আব্বুর রিটায়ার করার পর কোনো আত্মীয়-স্বজন ১ টাকা দিয়ে সাহায্য করেনি। রুনা জীবনে কারোর কাছে ১ টা টাকা সাহায্য চায়নি, ধার করেনি। ১৮ বছর বয়স থেকে টিউশনি করে নিজে চলেছে, সংসার চালিয়েছে-আমাকে মানুষ করে! এজন্যই তো এ জমি আছে, নইলে তো জমি কবেই বেঁচে খেতে হতো! আব্বুর জমির পুরাটা ওর ভাগ। ওর অনেক আছে তাই ওর ভাগ থেকে অর্ধেক আমি নিলাম।

সবশেষে রুনা লেখেন, আমি যা করেছি তা এ দেশের বহু মেয়ে হয়তো পরিবারের-ভাইয়ের জন্য করে। তবে আমার ভাই যা করলো গত সপ্তাহে, তা এ দেশের কয়জন ভাই বোনদের সঙ্গে করে তা ঠিক জানি না। আমার থেকে শেখার তেমন কিছু না থাকলেও আমার ভাইয়ের থেকে এদেশের ছেলেরা শিখতে পারেন। মনে মনে হাসি আর ভাবি, অর্থ-বিত্ত-বিখ্যাত না হলেও ভাই আমার মানুষ হয়েছে...সত্যিকারের মানুষ!

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়