Apan Desh | আপন দেশ

 ‘অশ্লীল’ নৃত্যে নতুন বিতর্কে উর্বশী

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১২:০১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১২:২০, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

 ‘অশ্লীল’ নৃত্যে নতুন বিতর্কে উর্বশী

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী উর্বশী রাউতেলা

বিতর্ক আর উর্বশী রাউতেলা যেন, একে অপরের পরিপুরক হয়ে উঠেছে। বলিউডের জনপ্রিয় এ মডেল ও অভিনেত্রীর জীবনে একের পর এক বিতর্ক লেগেই রয়েছে। নতুন করে ফের বিতর্কে জড়িয়েছেন তিনি। তার সবশেষ মুক্তি পাওয়া ছবি ‘ডাকু মহারাজ’। সে ছবিতে ৬৪ বছরের অভিনেতা নন্দমুরি বালাকৃষ্ণের সঙ্গে জুটি বাঁধায় অভিনেত্রীর দিকে ধেয়ে এসেছে একের পর এক কটাক্ষ।

এবার নতুন করে সে গানের নাচ নিয়ে বিতর্ক শুরু। ‘দাবিডি দিবিডি’ গানে উর্বশী ও প্রবীণ অভিনেতা নন্দমুরি বালাকৃষ্ণের নাচ দেখে চক্ষু চড়কগাছ দর্শকদের। কীভাবে এমন ‘অশালীন’ নৃত্য প্রদর্শন করা যায়, তা গানমুক্তির পরপরই সামাজিক মাধ্যমে নেটিজেনদের সমালোচনার মুখে পড়েন উর্বশী ও নন্দমুরি। যদিও বক্স অফিসে সিনেমাটি সফল হয়েছে বলে দাবি প্রযোজকের।

এ ঘটনা নিয়ে উর্বশীর বিভিন্ন সাক্ষাৎকার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এদিকে উর্বশী নিজেও জানিয়েছেন মাত্র চারদিনেই বক্স অফিসে ১০৫ কোটির ব্যবসা করে নিয়েছে তার ছবি। 

আরও পড়ুন<<>>রাতে মিষ্টি জান্নাতের রুমে কে নক করছিলেন?

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, কীভাবে এমন ‘অশালীন’ নৃত্য প্রদর্শন করা যায়? গান মুক্তির কিছুক্ষণের মধ্যেই প্রশ্ন তোলেন নেটিজেনদের একটা বড় অংশ। এ নাচে নন্দমুরি যেমন ভাবভঙ্গি করেছেন উর্বশীর সঙ্গে, তাতেই আপত্তি তুলেছেন অনেকে। 

যদিও উর্বশীর মত ভিন্ন। নিজেকে ‘ভাগ্যবতী’ বলছেন অভিনেত্রী। সাফল্য আসলে এমন কটাক্ষ হবে বলেই জানিয়েছিলেন অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, এ নিয়ে চতুর্থবার নৃত্যগুরু শঙ্করের সঙ্গে কাজ করলাম। মহড়ার সময় সব কিছু ঠিকই ছিল।’

উর্বশী দাবি করেছেন, আসলে দর্শকই নাচের ভঙ্গি বা মুদ্রা সহজ ভাবে গ্রহণ করতে পারেননি। তার কথায়, ‘আমি বুঝতেই পারিনি নাচটা এভাবে দেখবেন দর্শক। একটা দল হিসেবে কখনই এটা কাঙ্ক্ষিত ছিল না।’

তবে নন্দমুরির সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে উর্বশী বলেন, ‘তার মতো একজন মহাতারকার সঙ্গে কাজ করা সম্মানের। আমাদের দু’জনের এ কাজ শিল্পের প্রতি এক প্রকার শ্রদ্ধাজ্ঞাপন। তার সঙ্গে এ নাচ আর পাঁচটা নাচের মতো একেবারেই নয়।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়