Apan Desh | আপন দেশ

বলিউডে অভিষেকের অপেক্ষায় পাকিস্তানি অভিনেত্রী

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭:৩৫, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৭:৩৬, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

বলিউডে অভিষেকের অপেক্ষায় পাকিস্তানি অভিনেত্রী

হানিয়া আমির

বলিউডে কাজ করতে নিজের আগ্রহের কথা জানিয়েছেন লাস্যময়ী পাকিস্তানি জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। ওই অভিনেত্রী জানান, যদি ভালো মানের প্রস্তাব আসে, তাহলে অবশ্যই বিবেচনা করব।

সম্প্রতি এক প্রশ্নোত্তর পর্বে এক ভক্তের প্রশ্নের জবাবে এ কথা বলেন হানিয়া আমির।

ওই ভক্ত তাকে ভারতের সিনেমায় কাজ করার বিষয়ে প্রশ্ন করলে উত্তরে হানিয়া বলেন, যদি প্রকল্পটি উচ্চমানের হয়, অবশ্যই আমি এটি বিবেচনা করব।

লাস্যময়ী এই পাকিস্তানি তারকার এমন সময় এ মন্তব্য করলেন, যখন ভারত ও পাকিস্তানের মধ্যে সিনেমা জগতে পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা চলছে।

সম্প্রতি আলোচিত বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত বলেছেন, সুপারস্টার সালমান খানের বিপরীতে হানিয়া আমিরকে দেখতে চান। তবে তার এই চাওয়াটা বাস্তবে রূপ নেবে কিনা তা সময়ই বলে দেবে।

এদিকে জানা গেছে, লাস্যময়ী এই পাকিস্তানি তারকা অনেক আগে থেকেই বলিউডের ভক্ত। বিশেষ করে বলিউড কিং শাহরুখ খানকে তার অনেক পছন্দ করেন। সুযোগ পেলে শাহরুখের সঙ্গে অভিনয় করতে চান তিনি।

যদিও এর আগে পাকিস্তানি অভনেত্রী হিসেবে মাহিরা খানই শাহরুখের সঙ্গে অভিনয় করার সুযোগ পেয়েছেন। 

হানিয়া আমির সম্প্রতি পাকিস্তানের সবচেয়ে বড় ড্রামা সিরিজ ‘কাভি ম্যায় কাভি তুম’-এ প্রধান চরিত্রে অভিনয় করে সাড়া ফেলেছেন। সিরিজটি দেশ-বিদেশে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়