
অভিনব সিং
ভারতের বেঙ্গালুরুর কাদুবীসানাহাল্লির একটি অ্যাপার্টমেন্ট থেকে জনপ্রিয় গায়ক ও র্যাপার অভিনব সিংয়ের (৩২) মরদেহ উদ্ধার করা হয়েছে।
প্রাথমিকভাবে পুলিশ এ মৃত্যুকে আত্মহত্যা বলেই মনে করছে। তাদের ধারণা- ঘটনাটি রোববার (০৯ ফেব্রুয়ারি) রাতে ঘটেছে। ইতোমধ্যে এ ঘটনায় বেঙ্গালুরুর মারাঠাহাল্লি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন সূত্রে জানা যায়, বেঙ্গালুরু শহরে একটি বেসরকারি কম্পানিতে কর্মরত ছিলেন অভিনব সিং। তার পরিবারের দাবি, স্ত্রীর সঙ্গে বিরোধের কারণেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি।
অভিনবকে দীর্ঘদিন ধরে মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছিল বলেও অভিযোগ করেন তার বাবা বিজয় নন্দ সিং।
এদিকে, ওডিশার লালবাগ থানায় পরিবারের পক্ষ থেকে দায়ের করা অভিযোগে ৮ থেকে ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে। নিহতের পরিবার এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।
ময়নাতদন্ত শেষে অভিনব সিংয়ের মরদেহ ওডিশায় পাঠানো হয় এবং সেখানেই শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
সংগীতাঙ্গনে ‘জাগারনট’ নামে পরিচিত অভিনব সিং। তিনি মূলত একজন জনপ্রিয় র্যাপার ছিলেন। তার জনপ্রিয় গান ‘কটক অ্যান্থেম’ ব্যাপকভাবে প্রশংসিত হয়। যা তাকে ওডিশার অন্যতম শীর্ষস্থানীয় র্যাপ শিল্পীতে পরিণত করে।
এদিকে, জনপ্রিয় গায়ক ও র্যাপারের অকাল মৃত্যুতে সংগীতপ্রেমীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন এবং ন্যায়বিচারের দাবিও তুলছেন।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।