
পিয়া জান্নাতুল
নিজের ব্যক্তিগত সহকারী খুঁজছেন জনপ্রিয় মডেল ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার পিয়া জান্নাতুল। তিনি নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি পোস্ট দিয়েছেন।
পোস্টটি দেয়ার পর প্রথম ১৫ মিনিটে আগ্রহী ১০০ জনের কাছ থেকে জীবনবৃত্তান্ত (সিভি) পেয়েছেন বলেও জানিয়েছেন পিয়া জান্নাতুল।
পোস্টে এ অভিনেত্রী লেখেন, ব্যক্তিগত সহকারী হিসেবে আমি একজন উৎসাহী ব্যক্তিকে খুঁজছি। যিনি আমার সঙ্গে অফিস ও বাইরে কাজে সহযোগিতা করতে আগ্রহী থাকবেন। তবে ওই ব্যক্তিকে অবশ্যই নমনীয় হতে হবে। পাশাপাশি কাজ সম্পর্কিত আমার সঙ্গে ভ্রমণের জন্য প্রস্তুত থাকতে হবে।
সেখানে নিজের ই-মেইল অ্যাড্রেসটিও যোগ করে দেন পিয়া। এরপর পিয়াকে মেইল করতে থাকেন আগ্রহীরা। তবে বিষয়টি নিয়ে এক পর্যায়ে খানিকটা বিব্রত প্রকাশ করেন এ অভিনেত্রী ও আইনজীবী। কারণ পোস্টে চাকরি প্রত্যাশীদের আগ্রহ ছিল তুলনামূলক বেশি। পিয়ার দাবি, অনেকে বেশিই উৎসাহ প্রকাশ করছেন যা অপ্রয়োজনীয়। তাদের উদ্দেশ্যে বিনীত অনুরোধও রাখেন তিনি।
মন্তব্যের ঘরে পিয়া জান্নাতুল লেখেন, অনুগ্রহ করে আপনার কাজের বিবরণটি বুঝুন। আপনি যদি ঢাকা বা দেশের বাইরে থাকেন, তবে আবেদন পাঠাবেন না। ১৫ মিনিটে ১০০ আবেদন পেয়েছি। দয়া করে আপনার ও আমার- উভয়েরই সময় নষ্ট করবেন না।
উল্লেখ্য, ১৬ বছর বয়সে পিয়া জান্নাতুল মডেলিংয়ের সঙ্গে যুক্ত। ২০০৭ সালে‘মিস বাংলাদেশ’খেতাব অর্জন করেন এ অভিনেত্রী। মডেলিংয়ের পাশাপাশি তিনি ব্যারিস্টারি পাস করে সুপ্রিম কোর্টের আইনজীবী হন।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।