
শাহবাজ সানী
ছোট পর্দার তরুণ অভিনেতা শাহবাজ সানী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৩টার দিকে রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি।
জানা যায়, হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে তরুণ অভিনেতা সানীর। তার অকাল মৃত্যুতে শোবিজ অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।
শাহবাজ সানীর মৃত্যুর বিষয়টি আরও নিশ্চিত করেন নির্মাতা হাসিব হোসাইন রাখি। তিনি লিখেন, আহারে জীবন। রাত ৩টা ৩০ মিনিটে হার্ট অ্যাটাকে মারা গেছেন সানী।
সানীর মৃত্যর খবর জানিয়ে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব পোস্ট করে লিখেছেন, অভিনেতা শাহবাজ সানী আর আমাদের মাঝে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই সানীর জন্য দোয়া করবেন।
আরকে অভিনেত্রী মনিরা আক্তার মিঠু তার ফেসবুকে পোস্ট করেন, জীবন কত ছোট। সানির বাবা মা সন্তানের লাশ বহন করবেন কীভাবে? এছাড়া শাহবাজ সানীর অকাল মৃত্যুতে শোবিজ অঙ্গণের অনেকে শোক জানিয়েছেন।
আরও পড়ুন<<>>মারা গেছেন তরুণ অভিনেতা শাহবাজ সানী
অল্প সময়েই অভিনয় গুণে দর্শকের প্রিয় হয়ে উঠেছেন। সে সঙ্গে অর্জন করেছেন নির্মাতাদের আস্থাও। চরিত্রাভিনেতা হিসেবে কাজ করলেও এরই মধ্যে কেন্দ্রীয় চরিত্রেও অভিনয় করেছেন। ২০১৮ সালে ‘আব্দুল্লাহ’ নাটকে তাকে প্রথমবার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যায়। এটি পরিচালনা করেন গোলাম কিবরিয়া ফারকী।
নাটকটি প্রচারের পর দর্শকমহলে প্রশংসা পান এ তরুণ তুর্কী। এ নাটকটি তাকে দর্শকদের কাছে বাড়তি পরিচিতি এনে দেয়। এছাড়াও দর্শক প্রশংসিত হওয়া অন্যান্য নাটকের মধ্যে রয়েছে ‘চরের মাস্টার, ‘বিফলে মূল্য ফেরত’, ‘ট্রাভেল শো’, ‘মহব্বত’ ইত্যাদি।
আপর দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।