Apan Desh | আপন দেশ

কাকে বিয়ে করলেন মেহজাবীন?

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১১:৫৫, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

কাকে বিয়ে করলেন মেহজাবীন?

জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও আদনান

ছোটপর্দার পাশাপাশি বড় পর্দায়ও তুমুল জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। যাদুকরী অভিনয় দিয়েই দর্শক ভক্তের হৃদয় জয় করে নিয়েছেন তিনি। প্রায় এক দশকের ক্যারিয়ারে অসংখ্য দর্শকপ্রিয় কাজ উপহার দিয়েছেন এ নায়িকা। অভিনয় শিল্পীরা জনপ্রিয়তার তুঙ্গে থাকতে বিয়ে করতে চানা। তবে ব্যাতিক্রম হতে চলেছেন মেহজাবীন।

কয়েক বছর ধরেই নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা গেছে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর। ২০২২ সালের নভেম্বরে খবর ছড়িয়েছিল, বিয়ে করেছেন রাজীব ও মেহজাবীন। তবে বিষয়টি এড়িয়ে গেছেন দুজনই। অবশ্য ব্যক্তিগত জীবনের প্রসঙ্গ এলে মুচকি হেসে মেহজাবীন সামলে নেন পরিস্থিতি। তবে অনেক দিন ধরেই গুঞ্জন নির্মাতা রাজীবকেই বিয়ে করবেন তিনি। এবার আনুষ্ঠানিকতার পথে হাঁটতে যাচ্ছেন এ জুটি। দীর্ঘদিনের কর্মসঙ্গী এবং বন্ধু আদনানের সঙ্গে গাঁটছড়া বাঁধছেন লাক্স তারকা মেহজাবীন।

আগামী ২৩ ফেব্রুয়ারি মেহজাবীন-আদনানের গায়ে হলুদ, পরের দিন বিয়ে। বিয়ের বিস্তারিত বিষয়বস্তু নিয়ে তারকাদের কেউ মুখ খোলেননি। তবে তাদের ঘনিষ্ঠজনদের থেকে বিয়ের খবরের সত্যতা নিশ্চিত হয়েছে।

বেশ কয়েক বছর ধরে আদনান প্রযোজিত ও পরিচালিত নাটক, বিজ্ঞাপনচিত্র এবং সিনেমায় একটানা অভিনয় করেছেন এ সময়ের জনপ্রিয় এ তারকা। কেবল গ্ল্যামার দুনিয়ায় নয়, নেটিজেনদেরও নজর এড়ায়নি তাদের গভীর বন্ধুত্ব। সময়-অসময়ে কাজের বাইরে দেশে এবং দেশের বাইরে তাদের সময় কাটাতে দেখা গেছে। তবে, প্রেমের সম্পর্ক নিয়ে কখনোই দুজনের কেউই প্রকাশ্যে সেভাবে কথা বলতে চাননি। বারবারই মুচকি হাসি দিয়ে এড়িয়ে গেছেন।

তবে গত বছরের মাঝামাঝি এক সাক্ষাৎকারে রাজীব তার জীবনের সেরা পার্ট বলে উল্লেখ করেন মেহজাবীনকে। সেদিন রাজীব বলেছিলেন, তাকে (মেহজাবীন) আমি যতটা জানতে পেরেছি তাতে মনে হয়, এর চেয়ে ভালো সাপোর্টিভ কেউ হতে পারত না। তার চেয়ে ভালো কারও সঙ্গে পরিচয়ও হতে পারত না।

এদিকে মেহজাবীন ও রাজীবের বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর বিনোদন অঙ্গনে তাঁদের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা বেশ খুশি। তাদের মতে, সুন্দর মনের দুজন মানুষ একসঙ্গে জীবন শুরু করছেন, এর চেয়ে আনন্দের খবর তো আর হতে পারে না। তাদের জন্য দোয়া ও শুভকামনা।

ছোট পর্দার অভিনয়শিল্পী মেহজাবীন অভিনীত প্রিয় মালতী’ গত বছরের শেষ দিকে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এ ছবিতে তার অভিনয় প্রশংসিত হয়। মেহজাবীন অভিনীত ছবিটির প্রযোজক ছিলেন আদনান আল রাজীব।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়