Apan Desh | আপন দেশ

যে কারণে ভেঙে গেল হদয় খান-হুমায়রার সংসার 

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৮:২৭, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

যে কারণে ভেঙে গেল হদয় খান-হুমায়রার সংসার 

হদয় খান-হুমায়রা

দীর্ঘদিন পর আবারও আলোচনায় উঠে এলেন এক সময়ের তুমুল জনপ্রিয় সংগীতশিল্পী হৃদয় খান। তবে এবার গানের জন্য নয়। বিবাহ বিচ্ছেদের ঘটনা নিয়ে। যদিও বিষয়টি তার কাছে নতুন নয়। এবার বিবাহ বিচ্ছেদ হয়েছে তৃতীয় স্ত্রী হুমায়রার সঙ্গে। এমনটাই জানিয়েছে শিল্পীর পারিবারিক একটি সূত্র। যদিও এর আগে দুবার বিবাহ বিচ্ছেদ হয়েছে এ শিল্পীর।

হৃদয় খানের এক পারিবারিক সূত্র থেকে জানা যায়,দ্বিতীয় স্ত্রী সুজানার সঙ্গে ডিভোর্সের দুবছর পরে ২০১৭ সালের ১০ সেপ্টেম্বর পারিবারিক আয়োজনে হুমায়রাকে বিয়ে করেছিলেন হৃদয় খান। তবে এ শিল্পীর আচরণ ও জীবনযাপন নিয়ে অসুন্তষ্টির অভিযোগ তুলে হৃদয় খানকে ডিভোর্স দিয়েছেন হুমায়রা নিজেই।

দীর্ঘদিন ধরেই গান নিয়ে আলোচনায় নেই এক সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী হৃদয় খান। তবে সংসার জীবন নিয়ে খবরের শিরোনাম হয়েছেন একাধিক বার। এবার দাম্পত্য জীবনে আবারও ছন্দপতন হয়েছে এ গায়কের। তৃতীয়বারের মতো ভেঙেছে তার সংসার। 

এর আগে হৃদয় খান দুই বিয়ে করেছেন। তাদের সঙ্গে বিবাহ বিচ্ছেদও হয়ে গেছে। হদয় খানের প্রথম স্ত্রীর নাম পূর্ণিমা আকতার। যাকে মিডিয়াতে পা দেয়ার পরপরই বিয়ে করেছিলেন হৃদয় খান। এরপর তিনি মডেল ও অভিনেত্রী সুজানা জাফরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। পরে প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে গেলে ২০১৫ সালের ১ আগস্ট সুজানাকে বিয়ে করেন হৃদয় খান। তবে বছর পার না হতেই ২০১৬ সালের ৬ এপ্রিল বিচ্ছেদ হয়ে যায় তাদের।

 এদিকে, তৃতীয় স্ত্রীর সঙ্গে ডির্ভোসের বিষয়ে জানতে হৃদয় খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি সাড়া দেননি।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়