Apan Desh | আপন দেশ

কম বয়সী প্রেমিককে বিয়ে করলেন কৃতি 

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১১:৫৯, ২০ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১২:০০, ২০ ফেব্রুয়ারি ২০২৫

কম বয়সী প্রেমিককে বিয়ে করলেন কৃতি 

বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন ও তার প্রেমিক কবীর

ব্যক্তিগত জীবনের জন্য প্রায়ই শিরোনামে আসেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। গেল কয়েকদিন ধরেই অভিনেত্রীর বিয়ে নিয়ে চলছিল নানা গুঞ্জন। সম্প্রতি নতুন এক ভিডিও প্রকাশ্যে এসেছে। যে কারণে কৃতির বিয়ের গুঞ্জন আরও তীব্র হয়েছে।

ইনস্টাগ্রামে শেয়ার হওয়া ভিডিওর ক্যাপশনে লেখা, কৃতিকে তার প্রেমিক কবীর বাহিয়ার সঙ্গে দেখা গেছে। যিনি বাবা-মায়ের সঙ্গে দেখা করতে দিল্লি এসেছিলেন। কৃতির এ ভিডিওটি সামাজিকমাধ্যমে প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই ভাইরাল। নানা প্রশ্ন তুলেছেন নেটিজেনরা।

ভিডিওটি দেখে অনেকেই বলছেন, নতুন জুটিকে দম্পতি হিসেবে শিগগিরই দেখতে চান। কেউ আবার লেখেন, বিয়ের অপেক্ষায়। কৃতি এবং কবীরকে একসঙ্গে দেখে তাই অনেকের অনুমান, সম্ভবত এ খবর প্রকাশ হওয়ায় তারা শিগগিরই ভক্তদের কিছু সুখবর দেবেন।

আরও পড়ুন<<>>অপেক্ষায় কাজল আগরওয়াল

তবে এসবের মধ্যেই যা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে তা হলো, দুজনের বয়সের পার্থক্য। কৃতির থেকে বয়সে অনেকটা ছোট কবীর। সেটাও নাকি চোখে পড়ার মতো। বর্তমানে কৃতির বয়স ৩৪ বছর। অন্যদিকে কবীরের বয়স ২৪ বছর। দু'জনের বয়সের পার্থক্য প্রায় ১০ বছরের। 

অবশ্য কৃতি বা কবীর কেউই এখন পর্যন্ত এ বিষয়ে কিছু বলেননি। সবাই কৃতি এবং কবীর দুজনের কাছ থেকে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায়।

প্রসঙ্গত, এর আগেও কৃতি শ্যাননের বিয়ে নিয়ে নানা জল্পনা-কল্পনা হয়েছে। তবে তখনও এ প্রেমের বিষয়টিকে উড়িয়ে দিয়েছিলেন বলি অভিনেত্রী।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়