Apan Desh | আপন দেশ

গোপনে বিয়ে করলেন বলিউড অভিনেত্রী 

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১২:২৯, ২২ ফেব্রুয়ারি ২০২৫

গোপনে বিয়ে করলেন বলিউড অভিনেত্রী 

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী নার্গিস ফাখরি

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী নার্গিস ফাখরি। নিজের অভিনয় কারিশমায় দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। সম্প্রতি গুঞ্জন রটেছে গোপনে বিয়ে করেছে ‘রকস্টার’ খ্যাত এ নায়িকা। পাত্র যুক্তরাষ্ট্রের উদ্যোক্তা টনি বেগ। যদিও তারা আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি তাদের তরফে। তবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবি থেকেই এ গুঞ্জনের শুরু।  

বলি ব্লাইন্ডস এন্ড গসিপ তাদের বিয়ের কয়েকটি ছবি শেয়ার করেছে, যেখানে দেখা গেছে একটি মাল্টি-টায়ারড ওয়েডিং কেক, যার ওপরে ইংরেজিতে লেখা ছিল ‘হ্যাপি ম্যারেজ’। সে সঙ্গে আরও ছিল এনএফ এবং টিবি লেখা প্ল্যাকার্ডও।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, বিয়ের আনুষ্ঠানিকতা গত সপ্তাহে শেষ হয়েছে। নবদম্পতি বর্তমানে সুইজারল্যান্ডে মধুচন্দ্রিমা উপভোগ করছেন। ধারণা করা হচ্ছে, বিয়ের আয়োজনটি ক্যালিফোর্নিয়ার একটি বিলাসবহুল হোটেলে অনুষ্ঠিত হয়েছে। নার্গিস তার ইনস্টাগ্রামে সুইজারল্যান্ড ভ্রমণের ছবি শেয়ার করেছেন এবং টনির পোস্ট করা স্টোরিগুলোও পুনরায় শেয়ার করেছেন। এতে নিশ্চিত হওয়া গেছে যে, তারা একসঙ্গেই রয়েছেন এবং একান্ত সময় কাটাচ্ছেন।

এছাড়া, অভিনেত্রীর শেয়ার করা একটি ছবিতে তার আঙুলে বিয়ের আংটি দেখা গেছে, যেখানে তিনি টনির সঙ্গে সুইমিং পুলে বিশ্রাম নিচ্ছেন। প্রায় তিন বছর ধরে সম্পর্কে রয়েছেন নার্গিস ও টনি। ২০২১ সালের শেষের দিকে তাদের সম্পর্কের গুঞ্জন শুরু হয়। সম্প্রতি তারা দুবাই ভ্রমণে গিয়েছিলেন, সেখানেও একসঙ্গে সময় কাটানোর মুহূর্ত ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন টনি। তবে তারা কেউই এ বিষয়ে এখনো কিছু বলছেন না। তাই অভিনেত্রীর ভক্তদের অপেক্ষা করতে হবে পুরো বিষয় জানতে।

অন্যদিকে, নার্গিস ফাখরি অভিনয় ক্যারিয়ার বেশ ভালো যাচ্ছে। মুক্তির অপেক্ষার আছে তার  ‘হরি হর বীরা মাল্লু: পার্ট ওয়ান’ এবং ‘হাউজফুল ফাইভ’ সিনেমা দুইটি। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়