Apan Desh | আপন দেশ

হামলায় আহত দিতিকন্যা লামিয়া

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১২:০০, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

হামলায় আহত দিতিকন্যা লামিয়া

ফাইল ছবি

চলচ্চিত্রের প্রয়াত দম্পতি নায়ক সোহেল চৌধুরী ও  চিত্রনায়িকা দিতির কন্যা লামিয়া হামলার শিকার হয়েছেন। তার গাড়ি ভাঙচুর এমনকি পা ভেঙে দিয়েছে বলে জানা গেছে। প্রাণ নিয়ে পালিয়ে ঢাকা ফিরেছেন লামিয়া চৌধুরী। নারায়ণগঞ্জের সোনারগাঁও নিজ বাড়িতে জমিজমা সংক্রান্ত এক সালিশে আক্রমণের শিকার হন তিনি।

গনমাধ্যমকে লামিয়া জানিয়েছেন, জমি দখলের চেষ্টায় হামলা চালানো হয়। একদল সন্ত্রাসী মিলে তার পা ভেঙে দিয়েছে, কোনো রকমে প্রাণ নিয়ে পালিয়ে ঢাকায় এসেছেন তিনি।’

এদিকে লামিয়া তার ফেসবুকে এক আবেগঘন পোস্ট দিয়ে লিখেছেন, আমার পাশে কি কেউ নেই? তিনি আরও লেখেন, আমার মা-বাবা মারা গেছে বলে আমার পাশে কি কেউ নাই? 

ফেসবুকে ঘটনার একটি লাইভও করেন লামিয়া। লাইভ চলাকালে কিছু ব্যক্তিকে তার গাড়ি ভাঙচুর করতে দেখা যায়। লামিয়াকে বলতে শোনা যায়, তার পা ভেঙে দেয়া হয়েছে। তিনি হাঁটতে পারছেন না।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, লামিয়ার মামা টিপু সুলতান অন্তত নয় বছর আগে মারা গেছেন। এরপর দীর্ঘদিন ধরে এ পরিবারের সঙ্গে লামিয়াদের জমি সংক্রান্ত বিরোধ চলছে। এ নিয়ে আদালতে একটি মামলাও চলমান।

শনিবার (২২ ফেব্রুয়ারি) জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দিয়াপাড়ায় একটি সালিশ বসানো হয়। সালিশের এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে কথা–কাটাকাটি শুরু হয়, যা এক পর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। তখন লামিয়ার গাড়ি ভাঙচুর হয়।

লামিয়ার প্রয়াত ছোট মামার স্ত্রী লায়লা লুৎফুন্নাহার শারমিন প্রীতি দাবি করে, সালিশে লোকজন নিয়ে এসে লামিয়া তাদের ওপর হামলা চালিয়েছেন। আমার স্বামীর নামে ৩৮ শতাংশ জমি আছে। এ জমি দখল করতে চায় লামিয়ারা। এ নিয়ে সালিশ বসলে লামিয়া ঢাকা থেকে লোকজন নিয়ে এসে আমার ওপর হামলা চালায়, বলেন প্রীতি।

 সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান বলেন, মামাদের সঙ্গে লামিয়াদের জমি সংক্রান্ত বিরোধ চলছে। ওই বিষয়ে একটি সালিশও বসেছিল। সেখানে উত্তেজনা তৈরি হয়। তখন লামিয়ার গাড়িতে হামলার ঘটনাও ঘটে। বিষয়টি নিজেদের মধ্যেই হয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়