Apan Desh | আপন দেশ

এফডিসির এমডি তানিকে প্রত্যাহারের দাবিতে অবস্থান কর্মসূচি

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২৯, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

এফডিসির এমডি তানিকে প্রত্যাহারের দাবিতে অবস্থান কর্মসূচি

ছবি : আপন দেশ

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানির নিয়োগ বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি ফালন করছে ‘বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটি। রোববার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় এফডিসির গেটের সামনে অবস্থান নিয়েছে তারা।’ এতে চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, শিল্পী-কুশলীরা অংশ নিচ্ছেন।

এ সময় চিত্রনায়ক, পরিচালক ও প্রযোজক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল বলেন, স্বৈরাচারের দোসরকে এফডিসির এমডি হিসেবে বসানো হয়েছে। এটা কোনোভাবেই কাম্য না। তাকে না সরানো পর্যন্ত সিনেমা সংশ্লিষ্ট সবাইকে নিয়ে এ প্রতিবাদ কর্মসূচি চলমান থাকবে।

নির্মাতা বদিউল আলম খোকন বলেন, মাসুমা রহমান তানি ফ্যাসিস্ট ও আওয়ামী দোসর। এ সময়ে তাকে এমডি করা হয়েছে শুনে আমরা বিস্মিত হয়েছি। এফডিসির ক্ষতি হতে হতে আজ প্রতিষ্ঠানটি মাটির সঙ্গে মিশে গেছে। এতে প্রাণসঞ্চার করতে হলে একজন যোগ্য লোককে এর প্রধান হিসেবে নিয়োগ দিতে হবে। তাই আমরা সবাই এক হয়েছি, এক দাবিতে।

আরও পড়ুন<<>> যুবলীগ নেত্রী হলেন এফডিসির এমডি!

এ নির্মাতা আরও বলেন, ‘২০১৪ সালের পর থেকে সেভাবে আর সিনেমা নির্মাণ হচ্ছে না। বর্তমানে এফডিসিতে কী কী সমস্যা রয়েছে তিনি তা কীভাবে জানবেন? একজন প্রোডাকশন বয়কে যদি এফডিসির এমডি বানানো হয়, তাহলে সে কীভাবে এটি পরিচালনা করবে। মোট কথা হচ্ছে, যাকে এফডিসির এমডি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে তিনি মোটেই যোগ্য নন। মাসুমা রহমান তো সে অর্থে চলচ্চিত্রের কেউ না। তিনি একটি মাত্র সিনেমা বানিয়েছেন, সিনেমার নাম “চল যাই”। এ সিনেমা বানানোর টাকা দিয়েছিলেন মিরপুরের যুবলীগ নেতা নিখিল। তিনি সংসদ সদস্যও নির্বাচিত হয়েছিলেন। এ তানির স্বামী হচ্ছেন নিখিলের ডান হাত।

উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন মাসুমা রহমান তানি। গত ১৯ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয় হয়। সাবেক এমডি ফারাহ শাম্মীর স্থলাভিষিক্ত হয়েছেন মাসুমা রহমান তানি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়