Apan Desh | আপন দেশ

গুলিবিদ্ধ অভিনেতা আজাদ

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩৯, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৫:৪২, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

গুলিবিদ্ধ অভিনেতা আজাদ

অভিনেতা আজিজুর রহমান আজাদ।

ঢাকার আশুলিয়ায় গুলিবিদ্ধ হয়েছেন অভিনেতা আজিজুর রহমান আজাদ। তাকে উত্তরার শিপ ইন্টারন্যাশনাল হসপিটালে ভর্তি করা হয়েছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) ভোরে নিজ বাসায় গুলিবিদ্ধ হন তিনি।

আজাদ বলেন, আজ ভোরে গ্রীল কাটার শব্দে তার ঘুম ভাঙে। এ সময় তিনি বাসায় দুর্বৃত্তদের উপস্থিতি টের পান। দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে পর পর তিন রাউন্ড গুলি ছোড়ে। এ সময় তাকে রক্ষা করতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় স্ত্রী রোকসানা হক ও মা আজিজুন্নাহার আহত হন। 

পরে স্থানীয়রা গুলিবিদ্ধ অভিনেতাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। শিপ ইন্টারন্যাশনাল হসপিটালের চিকিৎসক ডা. কামরুজ্জামান বলেন, অভিনেতার শরীরে তিনটি গুলি বিদ্ধ হয়েছে। বর্তমানে তিনি শংকামুক্ত। 

বেশ কিছু নাটক করে বেশ অল্প সময়েই দারুণ জনপ্রিয়তা পেয়েছেন অভিনেতা আজিজুর রহমান আজাদ। নাটকের পর্দায় সদা হাস্যোজ্জ্বল এ তরুণ। নায়ক আর নায়িকার প্রেমের মধ্যে অনেক নাটকেই হাজির হন এ অভিনেতা।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়