
বিয়ের সাজে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী
অভিনয় নয়, এবার সত্যি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। শোবিজে দীর্ঘদিন ধরে চর্চিত প্রেমিক নির্মাতা আদনান আল রাজীবকেই বিয়ে করছেন তিনি। ঢাকার অদূরে একটি রিসোর্টে এরইমধ্যে গায়েহলুদ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে তাদের। একই ভেন্যুতে সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন মেহজাবীন-আদনান।
গত ১৪ ফেব্রুয়ারি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি রেস্তোরাঁয় মেহজাবীন ও আদনানের আক্দ সম্পন্ন হয়। ইংরেজি ভাষায় লেখা আমন্ত্রণপত্রে অতিথিদের আমন্ত্রণ জানিয়েছেন মেহজাবীনের বাবা-মা মহিউদ্দিন চৌধুরী ও গাজালা চৌধুরী এবং রাজীবের বাবা-মা বাসেদুল আলম ও সাবেকুন নাহার।
সূত্র জানায়, বেশ কদিন ধরেই ঢাকার ওই অবকাশযাপন কেন্দ্রে চলছিল সাজসজ্জার কাজ। রোববার সেখানে গিয়ে হাজির হন বর-কনের বন্ধু-স্বজনেরা। বিনোদন অঙ্গনের ঘনিষ্ঠজনদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন ওটিটি চরকির প্রধান নির্বাহী রেদওয়ান রনি, চলচ্চিত্রকার আশফাক নিপুণ, রায়হান রাফী, নঈম ইমতিয়াজ নেয়ামূল, মোস্তফা কামাল রাজ, অভিনয়শিল্পীদের মধ্যে ছিলেন নুসরাত ইমরোজ তিশা, সাদিয়া আয়মান, তমা মির্জা, সিয়াম আহমেদ, সাবিলা নূর, কণ্ঠশিল্পী এলিটা করিম, জেফার রহমান প্রমুখ।
হলুদ অনুষ্ঠানে অংশ নেওয়া বেশ কজন তারকা ও নির্মাতা জানিয়েছেন ছবি না তোলার জন্য বিনম্র আহবানন ছিল আয়োজকদের পক্ষ থেকে। এমনকি অনেকেই নিজেদের গাড়িতে ফোন রেখে অনুষ্ঠানে প্রবেশ করেছেন। তারপরও যারা ফোন নিয়ে ভেতরে প্রবেশ করেছেন, তাদের উদ্দেশে বারবার মাইকে ছবি না তোলার আহবান জানানো হয়।
মেহজাবীনের ভক্তরা কি তাদের বিয়ের ছবি দেখবে না? সূত্র জানিয়েছে, মেহজাবীন নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে আক্দ, গায়েহলুদ এবং বিয়ের ছবি পোস্ট করবেন। তখন অতিথিরাও তাদের সঙ্গে তোলা ছবি পোস্ট করার সুযোগ পাবেন। এর আগে কারও ছবি পোস্ট না করার অনুরোধ জানানো হয়েছে।
জানা গেছে, হলুদের অনুষ্ঠানে প্রায় আড়াই শ অতিথি আমন্ত্রণ পেয়েছিলেন। এ দিন মেহজাবীন পরেছিলেন বেগুনী লেহেঙ্গা আর আদনান পরেছিলেন কালো পাঞ্জাবি-পায়জামা।
চুপিচুপি প্রেম করছিলেন মেহজাবীন চৌধুরী ও আদনান আল রাজীব। বিনোদন অঙ্গনে তাদের প্রেম নিয়ে ছিল নানান গুঞ্জন। এ নিয়ে কখনো মুখ খোলেননি তারা। বিভিন্ন সময় সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে ব্যক্তিগত জীবনের এ প্রসঙ্গটি এড়িয়ে গেছেন তারা।
কাজের খবর হচ্ছে, সম্প্রতি একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে মেহজাবীন অভিনীত ওয়েব সিনেমা ‘নীল সুখ’। কদিন আগে প্রেক্ষাগৃহে মুক্তি পায় মেহজাবীনের প্রথম সিনেমা ‘প্রিয় মালতী’।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।