Apan Desh | আপন দেশ

কবি হেলাল হাফিজের জীবনের গল্প নিয়ে নাটক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭:৪৩, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৭:৪৫, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

কবি হেলাল হাফিজের জীবনের গল্প নিয়ে নাটক

কবি হেলাল হাফিজের জীবন নিয়ে নির্মিত নাটকের নায়ক-নায়িকা

প্রয়াত কবি হেলাল হাফিজের জীবনের নানা গল্প আছে। যেগুলো চোখে জল আসার মতো। কবি পরিচয়ের বাইরে এ কবির আরেকটি পরিচয় হচ্ছে, তিনি ছিলেন একজন তুখোড় প্রেমিক পুরুষ। তবে প্রেমিক হিসেবে ছিলেন ব্যর্থ। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ব্যর্থ প্রেমের যন্ত্রণা নিয়ে জীবন অতিবাহিত করেছেন। 

এদিকে, প্রয়াত এ কবির সেই গল্পই এবার পর্দায় নিয়ে এলেন নির্মাতা রুবেল আনুশ। হেলাল হাফিজের জীবনের গল্প নিয়ে এ নির্মাতা নির্মিত করেছেন নাটক। আর নাটকের নাম হচ্ছে-‘কি যেন ভুলতে চেয়েছিলাম’।

আরও পড়ুন<<>>সুদের টাকা নেব না, এটা হারাম: শাহরুখ খান

এ নাটকে কবির চরিত্রে অভিনয় করেছেন জুনায়েদ আহমেদ বোগদাদী। আর কবির প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন তন্নি মাহমিদ তৃণা।

নাটকে দেখা যাবে- কিশোর হেলাল হাফিজ প্রেম করতেন হেলেন নামে এক কিশোরীর সঙ্গে। নেত্রকোনায় তারা প্রতিবেশী ছিলেন! স্কুলশিক্ষকের ছেলের সঙ্গে মেয়ের প্রেম মেনে নেননি দারোগা বাবু। ঢাকার এক সিনেমা হল মালিকের সঙ্গে মেয়েকে বিয়ে দিয়ে দেন। এর পর হেলাল হাফিজও চলেন আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে। 

কবির এক মাত্র কবিতার বই ‘যে জলে আগুন জ্বলে!’বের হয়। বইমেলা থেকে হেলেনের স্বামী বইটি কিনে স্ত্রীকে উপহার দেন। হেলেন দেখেন, কবিতার বইজুড়ে কবির আকুতি তাকে না পাওয়ার। হেলেন সে বই পড়ার পর মানসিকভাবে আঘাত পেয়ে আস্তে আস্তে পাগল হয়ে যান। স্বামী তাকে তালাক দিলে নেত্রকোনায় বাবার বাড়ি ফিরে যান হেলেন। তাকে শিকল দিয়ে ঘরে বেঁধে রাখতে হয়।

হেলাল হাফিজ মৃত্যুর আগ পর্যন্ত সেই প্রেমকে বয়ে নিয়ে বেড়িয়েছেন। আর কখনও বিয়ে করেননি তিনি।

নাটকটির গল্প লিখেছেন, নির্মিতা রুবেল আনুশ নিজেই। আর চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অব্রাহাম তামিম।

গ্লোবাল টেলিভিশনের ইউটিউব চ্যানেলে নাটকটি দেখা যাচ্ছে।

কবি পরিচয়ের বাইরেও

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়