
ছবি: সংগৃহীত
বলিউড সুপারস্টার শাহরুখ খান বতর্মানে মুম্বাইয়ের বান্দ্রায় সপরিবারে নিজের বাংলোতে বসবাস করছেন। মুম্বাই গেলে ভক্তরা প্রিয় অভিনেতার বাড়ি দেখতে চান। বিশেষ দিনে মান্নাত থেকেই ভক্তদের দেখা দেন শাহরুখ।
এবার জানা গেল, চলতি বছরের শেষ দিকে বলিউড কিং খান এ বাংলো ছেড়ে সপরিবারের ভাড়া বাসায় উঠবেন! শুনতে খুব অবাক লাগলেও এটাই সত্যি।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রে জানা গেছে পরিবার সদস্যদের নিয়ে শাহরুখ মান্নাত ছেড়ে নতুন ঠিকানায় উঠছেন। তবে এটি স্থায়ী পরিবর্তন নয়। মূলত মান্নাতের পুনর্নির্মাণ ও সম্প্রসারণের কাজের জন্যই তারা সাময়িকভাবে অন্যত্র বসবাস করবেন।
আরওপড়ুন<<>>প্রতারণার মামলায় আব্দুল আজিজের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
বলিউড সুপারস্টারের নতুন ঠিকানা কোথায় হচ্ছে? এ বিষয়ে জানা গেছে, শাহরুখ খান, স্ত্রী গৌরী এবং সন্তান অর্থাৎ আরিয়ান, সুহানা এবং আব্রামকে নিয়ে বান্দ্রার পালি হিল এলাকায় একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টের চার তলায় থাকবেন।
বলিউড প্রযোজক ভাসু ভাগনানির নির্মিত এক বিলাসবহুল অ্যাপার্টমেন্টে চারটি ফ্লোর ভাড়া নিয়েছেন তিনি। এ অ্যাপার্টমেন্টের মালিক ভাসু ভাগনানির ছেলে অভিনেতা জ্যাকি ভাগনানি ও মেয়ে দীপশিখা দেশমুখ।
শাহরুখের প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট সম্প্রতি এই অ্যাপার্টমেন্টের জন্য 'লিজ এন্ড লাইসেন্স' চুক্তি করেছে। জানা গেছে, প্রতি মাসে এ ফ্ল্যাটগুলোর জন্য ২৪ লাখ রুপি ভাড়া দিতে হবে খানের পরিবারকে।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।