Apan Desh | আপন দেশ

শিল্পকলা অ্যাকাডেমি থেকে জামিল আহমেদের পদত্যাগ

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩৮, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ২১:৩৯, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

শিল্পকলা অ্যাকাডেমি থেকে জামিল আহমেদের পদত্যাগ

জামিল আহমেদ

বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমির মহাপরিচালকের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন নাট্যব্যক্তিত্ব সৈয়দ জামিল আহমেদ। 

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শিল্পকলা অ্যাকাডেমিতে আয়োজিত ‘মুনীর চৌধুরী প্রথম জাতীয় নাট্যোৎসব’–এর সমাপনী অনুষ্ঠানে পদত্যাগের কথা জানান তিনি। 

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জামিল আহমেদ। এটি আয়োজন করে শিল্পকলা অ্যাকাডেমির প্রশিক্ষণ বিভাগ। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাকাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেনসহ অনেকে।

সভাপতির বক্তব্য দিতে এসে মহাপরিচালক প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেন। একই সময় লিখে আনা পদত্যাগপত্রটি তার পাশে বসে থাকা সচিবের হাতে তুলে দেন।

পদত্যাগের কারণ হিসেবে জামিল আহমেদ জানিয়েছেন, মন্ত্রণালয় ও অ্যাকাডেমির নানাবিধ অসহযোগিতার চাপে কাজ করতে পারছিলেন না। তাই পদত্যাগ করছেন।

যদিও মহাপরিচালকের পদত্যাগপত্র শিল্পকলার সচিবের গ্রহণের এখতিয়ার নেই। 

এ সময় শিল্পকলার সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেন উপস্থিত দর্শকের সামনে বলেন, শিল্পকলার সচিব হিসেবে এটি (পদত্যাগপত্র) শুধু হাতে নিয়েছি। কিন্তু শিল্পকলা অ্যাকাডেমির কোনো কর্মকর্তা-কর্মচারী এ পদত্যাগপত্র গ্রহণ করেননি।

রাজনৈতিক পটপরিবর্তনের পর গত ১২ আগস্ট শিল্পকলা অ্যাকাডেমির মহাপরিচালকের পদ থেকে সরে যান টানা ১৩ বছর দায়িত্বে থাকা লিয়াকত আলী লাকী। এরপর ১০ সেপ্টেম্বর শিল্পকলার মহাপরিচালকের দায়িত্ব নেন জামিল আহমেদ।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়