Apan Desh | আপন দেশ

তবে কী শাকিবের সংসারে ফিরছেন বুবলী?

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১১:২০, ১ মার্চ ২০২৫

আপডেট: ১১:৪১, ১ মার্চ ২০২৫

তবে কী শাকিবের সংসারে ফিরছেন বুবলী?

ফাইল ছবি

গোপনে প্রেম থেকে বিয়ে করেছিলেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলী। তাদের সেই সংসারে রয়েছে একটি পুত্র সন্তান। বিয়ের প্রায় চার বছর পর বিষয়টি প্রকাশ্যে আনেন বুবলী। এরপরই এই জুটির দাম্পত্য জীবনে টানাপড়েন শুরু হয়। একে অন্যের দিকে আঙুল তুলে বিভিন্ন সময় বিভিন্ন ‘আপত্তিকর’ মন্তব্যও করতে দেখা যায়। দীর্ঘ সময় পর শাকিব খানকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন বুবলী।

তবে এবার কী ভেতরে ভেতরে বদলে গেলো সমীকরণ? এজন্য বুবলী শাকিব খানকে নিয়ে বলে ফেললেন এতো বড় কথা! আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে শাকিব খানের ‘বরবাদ’। এর আগে মোশন পোস্টার প্রকাশিত হয়। গত বৃহস্পতিবার প্রকাশিত হয় ১ মিনিট ৪৪ সেকেন্ডের টিজার। এতে ছবিতে শাকিব খানের চরিত্র সম্পর্কে ধারণা দিয়েছেন পরিচালক মেহেদি হাসান।

বাংলাদেশি সিনেমার শীর্ষ তারকা শাকিবের নতুন সিনেমার টিজার কবে আসবে—এ নিয়ে কয়েক দিন ধরে অন্তর্জালে চলছিল আলোচনা। টিজার প্রকাশের পর পাওয়া গেছে ধুন্ধুমার অ্যাকশনের আভাস। এদিকে ‘বরবাদ’ টিজার দেখেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। তিনি টিজার দেখে উচ্ছ্বসিত, জানিয়েছেন তার প্রতিক্রিয়াও।

এক অনুষ্ঠানে বুবলী শাকিব খানের ‘বরবাদ’ ছবির টিজার নিয়েও কথা বলেন। তিনি বলেন, শাকিব খান আমাদের বাংলাদেশ না, বাংলা ভাষাভাষী, আমাদের বাংলা ইন্ডাষ্ট্রির সবচেয়ে বড় মেগাস্টার। তিনি অনেক বছর ধরে কাজ করছেন। তার “বরবাদ” ছবির টিজার বের হয়েছে। দেখলাম, সবকিছু তো বরবাদ হয়ে যাচ্ছে একদম, ভেঙেচুরে। অসাধারণ নির্মাণ, শাকিব খানের উপস্থাপন দুর্দান্ত। বরবাদ টিমের জন্য আমার মন থেকে শুভকামনা। আমার পক্ষ থেকে শাকিব খানের জন্য অনেক অনেক শুভকামনা।

আরও পড়ুন<<>>যে চরিত্রে নতুন জন্ম তানজিন তিশার

একসময় উড়োজাহাজের কেবিন ক্রু ছিলেন শবনম বুবলী। এরপর সংবাদপাঠিকা হিসেবেও কাজ করেন। তারপর শাকিব খানের বিপরীতে ‘বসগিরি’ দিয়ে চলচ্চিত্রে কাজের শুরু। একের পর এক শাকিবের বিপরীতে অভিনয় করে আলোচনায় আসেন। একটা সময় শাকিবের সঙ্গে বুবলীর প্রেম-বিয়ের গল্প প্রকাশ্যে এলেও দুজনের কেউই তা স্বীকার করতেন না। তবে সন্তান জন্মের দুই বছর পর বুবলীর দাবি ছিল এ রকম, ২০১৮ সালের ২০ জুলাই শবনম বুবলীকে গোপনে বিয়ে করেন শাকিব খান। 

২০২০ সালের ২১ মার্চ জন্ম হয় তাঁদের সন্তান শেহজাদ খান বীরের। বনিবনা না হওয়ায় বুবলীর সঙ্গেও শাকিবের সম্পর্কের দূরত্ব তৈরির খবর প্রকাশ্যে আসে। শাকিব খানের সঙ্গে শবনম বুবলীকে সর্বশেষ দেখা গেছে তপু খান পরিচালিত ‘লিডার; আমিই বাংলাদেশ’ চলচ্চিত্রে।

‘বরবাদ’ ছবির টিজারে বিধ্বংসী রূপে দেখা গেল ঢালিউড তারকা শাকিব খানকে! যেমনটা আগে দেখেননি তার ভক্তরা। টিজারে রীতিমতো চমকে দিয়েছেন এই তারকা। সেই সঙ্গে দেখা গেল ওপার বাংলার অভিনেতা যিশু সেনগুপ্তকেও। ব্লকবাস্টার ছবি ‘প্রিয়তমা’র পর ‘বরবাদ’-এও দেখা গেল ইধিকা পালকে, এ ছবিতে তিনি শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন।

‘বরবাদ’ ছবির টিজারে শাকিব খানের মুখে একটি সংলাপ ছিল, ‘আমি শুধু একটা জিনিসই ভাবি, নীতু শুধু আমার।’ ছবিতে নীতু চরিত্রে অভিনয় করেছেন ইধিকা পাল। ‘বরবাদ’-এর টিজারে শাকিবকে পাওয়া গেছে বেশ কয়েকটি ভিন্ন ভিন্ন লুকে। টিজার দেখে মনে করা হচ্ছে, প্রেম আর প্রতিশোধের গল্প হতে যাচ্ছে এটি। ‘বরবাদ’ প্রসঙ্গে শাকিব খান বলেছিলেন, ‘সিনেমাটি আমার সব সিনেমাকে ছাপিয়ে যাবে।’

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়