Apan Desh | আপন দেশ

অস্কারে সেরা অভিনেত্রী ম্যাডিসন

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১২:৩২, ৩ মার্চ ২০২৫

অস্কারে সেরা অভিনেত্রী ম্যাডিসন

মার্কিন অভিনেত্রী মাইকি ম্যাডিশন

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে জমকালো ৯৭তম অস্কার আসরে ঘোষণা করা হয়েছে সেরা চলচ্চিত্র, অভিনেতা-অভিনেত্রীসহ বিজয়ীদের নাম। একাডেমি অ্যাওয়ার্ডে মাত্র ২৫ বছর বয়সে সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কৃত হলেন মার্কিন অভিনেত্রী মাইকি ম্যাডিশন। ‘আনোরা’ সিনেমায় অভিনয়ের জন্য এ পুরস্কার পান তিনি।

বাংলাদেশের স্থানীয় সময় সোমবার (০৩ মার্চ) ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে অস্কারের ৯৭তম আসরের পুরস্কার ঘোষণা করা হয়। আর তাতেই বাজিমাত করেন এ অভিনেত্রী।

‘আনোরা’ সিনেমার গল্পে দেখা যায় কুখ্যাত রাশিয়ান গ্যাংস্টারের ছেলে এক স্ট্রিপ ড্যান্সারের প্রেমে পড়ে। এরপর দুজন বিয়ে করে; কিন্তু সে গ্যাংস্টার বিয়ে মেনে নেয় না। এমন গল্প নিয়েই সিনেমাটি নির্মাণ করেছেন শন বেকার।

গত বছর কান উৎসবে স্বর্ণপাম জেতা এ সিনেমাটি নিম্নবিত্ত মানুষের জীবনের বাস্তবতা আর তাদের স্বপ্নের টানাপোড়েনের গল্প তুলে ধরে। গত বছর যখন কানে সিনেমাটি স্বর্ণপাম জেতে, অনেকেই চমকে গিয়েছিলেন। কারণ সেবারের উৎসবে হেভিওয়েট নির্মাতাদের হারিয়ে সেরার পুরস্কার জেতা সহজ ছিল না। কান ঘুরে এখন অস্কারের সেরা অভিনেত্রীর পুরস্কার জয় করেছে সিনেমাটি।

এদিকে ৯৭তম অস্কার অ্যাওয়ার্ডে অ্যাড্রিয়ান ব্রডি সেরা অভিনেতা হিসেবে পুরস্কৃত হন 'দ্য ব্রুটালিস্ট' চলচ্চিত্রে তার শক্তিশালী অভিনয়ের জন্য।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়