Apan Desh | আপন দেশ

সোনা পাচারের অভিযোগে অভিনেত্রী গ্রেফতার

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৬, ৫ মার্চ ২০২৫

আপডেট: ১৬:৪২, ৫ মার্চ ২০২৫

সোনা পাচারের অভিযোগে অভিনেত্রী গ্রেফতার

অভিনেত্রী রান্যা রাও

সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে বিপুল পরিমাণে সোনা পাচার করার অভিযোগে কন্নড় অভিনেত্রী রান্যা রাওকে গ্রেফতার করা হয়েছে।

ভারতের বেঙ্গালুরুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়ে। বুধবার (০৫ মার্চ) ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানায়। 

প্রতিবেদনে বলা হয়, সোমবার (০৩ মার্চ) রাতে দুবাই থেকে বেঙ্গালুরু আসেন রান্যা রাও। আগে থেকে পাওয়া খবরের ভিত্তিতে ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স-এর (ডিআরআই) আধিকারিকরা তাকে আটক করেন।

আরওপড়ুন<<>>নুসরাত ফারিয়ার ঈদের সিনেমা

এরপর দেখা যায় ১৪.৮ কেজি সোনা ছিল তার সঙ্গে। সেখান থেকে রান্যা রাওকে ডিআরআই অফিসে নিয়ে যাওয়া হয়। পরে তাকে গ্রেফতার করা হয়েছে। বেশ কিছু দিন ধরেই বার বার দুবাই যাচ্ছিলেন ওই অভিনেত্রী। বার বার বিদেশযাত্রার কারণেই ডিআরআই-এর সন্দেহে ছিলেন।

ডিআরআই সূত্রে জানা যায়, গত ১৫ দিনে চার বার দুবাই যাতায়াত করেছেন কন্নড় অভিনেত্রী রান্যা রাও। সোমবার বিমান থেকে বেঙ্গালুরু নামতেই তাকে আটক করেন ডিআরআই।

উল্ল্যেখ, কন্নড় সিনেমায় পরিচিত মুখ রান্যা রাও। কিচ্চা সুদীপের বিপরীতে লিড রোলেও দেখা গেছে তাকে। এছাড়া একাধিক দক্ষিণ ভারতীয় সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ওই অভিনেত্রী।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়