
বিখ্যাত ব্যান্ড ব্ল্যাকপিংক তারকা জেনি কিম
বিখ্যাত ব্যান্ড ব্ল্যাকপিংক তারকা জেনি কিম’র নামে বলিউড মিউজিক কপি করার অভিযোগ এসেছে। এরপর থেকে বিশ্বখ্যাত এ তারকাকে নিয়ে তার ভক্তদের মধ্যে চলছে তর্ক-বিতর্ক।
আসছে জেনি’র প্রথম একক অ্যালবাম ‘রুবি স্টুডিও অ্যালবাম।’ সম্প্রতি সেই অ্যালবামের নতুন গান ‘লাইক জেনি’র একটি অংশ টিজারে প্রকাশ করা হয়। এর পরই সমালোচনার মুখে পড়েন এ পপ তারকা। নেটিজেনদের দাবি, এ গানটিতে বলিউড সিনেমার ‘রানি’ গানের সুর নকল করে ‘জেনি’ বসিয়ে ব্যবহার করা হয়েছে।
জেনির প্রথম একক অ্যালবামের একটি গান প্রকাশ পেয়েছে। ২য় গান ‘লাইক জেনি’ আসবে আগামী ০৭ মার্চ। এ গানের টিজার প্রকাশের পর ‘রানি’ অ্যান্থমের সঙ্গে শুরু হয় তুলনা। দুটি গানের সুর প্রায় হুবহু এক। জেনি কিম’র গান প্রকাশের পরেই তার ভারতীয় ভক্তরা কমেন্ট সেকশনে জেনিকে নকল করার জন্য সমালোচনা করতে শুরু করে।
আরওপড়ুন<<>>সোনা পাচারের অভিযোগে অভিনেত্রী গ্রেফতার
২০২৩ সালে প্রকাশ পায় ‘রকি ওউর রানি কি প্রেম কাহানি’ সিনেমাটি। কর্ণ জোহরের প্রযোজনায় সিনেমায় অভিনয় করেন রণবীর সিং এবং আলিয়া ভাট। ‘রকি ওউর রানি কি প্রেম কাহানি’ সিনেমায় আলিয়া ভাটের চরিত্রের নাম ছিল রানি। তার চরিত্রের থিম মিউজিক ডিরেক্ট করেছিলেন মিউজিক ডিরেক্টর প্রিতম। সেই মিউজিক কপি করেছেন কোরিয়ান সঙ্গীতশিল্পী জেনি।
তবে কেউ কেউ জেনির পক্ষেও কথা বলেছেন। তাদের মতে, দুটো গানে কোনো মিল নেই। রানি গানে ভারতীয় বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়েছে, যা জেনির গানের সঙ্গে মিল নেই। কেবল মিল বলতে দুটো গানের প্রবাহে নামের বারবার রিপিট হওয়াকে বলা যেতে পারে। তবে এতে গান চুরি করা হয়েছে- তা বলা চলে না।
অভিযোগের সত্যতা জানা যাবে ০৭ মার্চ, ‘লাইক জেনি’ প্রকাশ পাওয়ার পর। দুটো গান কতটা মিল তা বোঝা যাবে তখনই। সূত্র:দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।