Apan Desh | আপন দেশ

নুসরাত ফারিয়া যখন ভয়ংকর

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫৬, ৮ মার্চ ২০২৫

নুসরাত ফারিয়া যখন ভয়ংকর

‘জ্বিন ৩’ সিনেমার দ্বিতীয় পোস্টার

আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাবে ‘জ্বিন ৩’। তার সপ্তাহ তিনেক আগেই প্রকাশিত হয়েছে ছবিটির দ্বিতীয় পোস্টার। যেখানে দেখা গেল আবদুন নূর সজল ও তানিয়া আহমেদকে। তাদের মাঝে কালো পোশাকে দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে আছেন একটি মেয়ে। যার হাত ভর্তি লম্বা নখ, বড়বড় রক্ত চোষা দাঁত!

যারা নিয়মিত সিনেমা দর্শক, তারাও প্রথম দর্শনে চিনতে পারবেন না যে তিনি গ্ল্যামারাস নায়িকা নুসরাত ফারিয়া! পোস্টারটি দেখে নজর আটকে যাচ্ছে তার দিকে। কৌতূহলী দর্শকরা জানতে চাচ্ছেন, নুসরাত ফারিয়া আসলে জ্বিন, ভূত নাকি ভ্যাম্পায়ার? তবে সিনেমা সংশ্লিষ্টরা বলছেন, সব উত্তর মিলবে পুরো সিনেমাটি দেখলে!

প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া জানায়, আগে ‘জ্বিন’ এবং ‘জ্বিন ২’ সফল হওয়ায় পরের কিস্তি ‘জ্বিন ৩’ আসছে আসন্ন ঈদুল ফিতরে। আর এ সিনেমাটি নির্মিত হচ্ছে সত্য ঘটনা অবলম্বনে।

‘জ্বিন ৩’ পরিচালনা করছেন কামরুজ্জামান রোমান। পরিচালক বলেন, ‘জ্বিন’ এবং ‘জ্বিন ২’ অনেক ভালো চলেছে। আমাদের টার্গেট আগের দুটিকে ছাড়িয়ে যাওয়া।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়