
মার্কিন অভিনেত্রী পামেলা বাখ
নিজ বাড়ি থেকে বহুল পরিচিত মার্কিন অভিনেত্রী পামেলা বাখের মাথায় গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, আত্মহত্যা করে মারা গেছেন জনপ্রিয় টিভি সিরিজ ‘নাইট রাইডার’ অভিনেত্রী হিসেবে পরিচিতি লাভ করা এ তারকা। লস অ্যাঞ্জেলেসের স্থানীয় চিকিৎসকের দেয়া বিবৃতি সে কথাই বলছে।
নিউইয়র্ক পোস্ট-এর রিপোর্ট অনুযায়ী, স্থানীয় সময় বুধবার (০৫ মার্চ) হলিউড হিলসে নিজ বাড়ি থেকে উদ্ধার করা হয় পামেলার নিথর দেহ। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।
পুলিশ জানিয়েছে, নিজের বাড়ি থেকেই উদ্ধার হয়েছে হলিউড অভিনেতা ডেভিড হ্যাসেলহফের প্রাক্তন স্ত্রীর দেহ। ঘটনার রহস্য উদঘাটনে তদন্তে নেমেছে পুলিশ।
এদিকে, পামেলার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন তার প্রাক্তন স্বামী ডেভিড হ্যাসেলহফ। সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি লিখেছেন, পামেলার মৃত্যুতে আমাদের পরিবার গভীরভাবে শোকাহত। এ কঠিন সময়ে সবার ভালোবাসা এবং সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ।
আরওপড়ুন<<>>নুসরাত ফারিয়া যখন ভয়ংকর
ডেভিড-পামেলার দুই কন্যা সন্তান। বাবার মতো এক কন্যা হেইলি অ্যাম্বার হ্যাসেলহফ সমাজমাধ্যমে একটি বার্তায় মাকে শ্রদ্ধা জানিয়েছেন। মা-বাবার পুরনো ছবি ভাগ করেছেন তিনি।
১৯৮৯ সালে ডেভিড হ্যাসেলহফের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন পামেলা বাখ। তবে ২০০৬ সালে বিচ্ছেদ হয় তাদের। পরে দুই মেয়েকে নিয়ে একাই থাকতেন এ অভিনেত্রী।
উল্লেখ্য, ১৯৬২ সালে ওকলাহোমার টুলসায় জন্মগ্রহণ করেন পামেলা বাখ। আর ১৯৭০ সালে শিশুশিল্পী হিসেবে অভিনয়ে ডেবিউ হয় তার। তবে ১৯৮৩ সালে ফ্রান্সিস ফোর্ড কপোলার ‘রাম্বল ফিশ’ সিনেমার মাধ্যমে প্রথমবার বড়পর্দায় অভিষেক হয় তার। এছাড়া ‘সাইরেন্স’, ‘দ্য ইয়ং অ্যান্ড দ্য রেস্টলেস’, ‘দ্য ফল গাই’, ‘টিজে হুকার’ ও ‘নাইট রাইডার’-এর মতো টিভি সিরিজে দেখা গেছে এ অভিনেত্রীকে।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।