Apan Desh | আপন দেশ

সুদিনের অপেক্ষায় অলংকার

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১১:২৭, ১৩ মার্চ ২০২৫

সুদিনের অপেক্ষায় অলংকার

দর্শকপ্রিয় অভিনেত্রী অলংকার চৌধুরী

প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী অলংকার চৌধুরী। এরই মধ্যে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। কিছুদিন আগে তার অভিনীত ‘রুমকির সংসার’ নামে একটি নাটক প্রচারে আসে। এ নাটকে তার অনবদ্য অভিনয় দর্শককে মুগ্ধ করেছে। এরপর অলংকারের নতুন মিউজিক ভিডিও ‘পাগলা পাগলী’ প্রচারে আসে। কলি সরকার ও আকাশ মাহমুদের গাওয়া এ গানের মিউজিক ভিডিওতে মডেল হয়ে বেশ সাড়া জাগিয়েছেন অলংকার।

আসন্ন ঈদ উপলক্ষ্যে নাটকের ব্যস্ত সময় পার করছেন এ অভিনেত্রী। ঈদে অলংকারের প্রচার নিশ্চিত হওয়া নাটকের তালিকায় রয়েছে জিয়াউদ্দিন আলমের ‘চোরের সার্টিফিকেট’ ও শুভ্র আহমেদের ‘নাটক কম করো প্রিয়’। প্রথমটিতে তার বিপরীতে আছেন আফজাল সুজন এবং দ্বিতীয়টিতে তার বিপরীতে আছেন শিবলী নোমান। এ ছাড়া আরও বেশকিছু নাটকের কাজ করবেন বলেও জানান তিনি। 

এদিকে আগামী ঈদের পর একটি সিনেমার কাজও করতে যাচ্ছেন অলংকার। আগামী ঈদে নিজের কাজগুলো প্রসঙ্গে অলংকার চৌধুরী বলেন, ‘নারীকেন্দ্রিক সুন্দর গল্পগুলো আসছে আমার কাছে। আমি যদি চরিত্রটি ঠিকঠাক পাই অর্থাৎ আমার মনে ধরে চরিত্রটি তবেই কেবল কাজ করি। এটা সত্যি, এ মুহূর্তে আমার কাছে আসা বহু নাটকের প্রস্তাব আমি ফিরিয়ে দিয়েছি। কারণ গল্প এবং চরিত্র কোনোটাই আমার ভালো লাগেনি। 

তিনি বলেন, দর্শকের আমার প্রতি প্রবল আগ্রহ রয়েছে, সেটা আমি বুঝি, অনুভবও করতে পারি। কিন্তু দর্শকের আমার যে ধরনের কাজের প্রতি ভালো লাগা রয়েছে কিংবা তারা যে ধরনের কাজে আমাকে দেখতে চান সেই ধরনের গল্প খুব কম আসছে। তবে আমি মনে করি সামনে আরও সুদিন আসছে আমার। জানি না দর্শকের মন কতটা জয় করতে পেরেছি, তবে নাটকপ্রিয় সব দর্শকের মন জয় করেই আমি বহুদূর এগিয়ে যেতে চাই।

পাশাপাশি আগামী ঈদে অলংকার চৌধুরীকে নতুন তিনটি গানের মিউজিক ভিডিও তৈরি হচ্ছে। আকাশ-রিমির গাওয়া ‘জামাই আদর’, ডলি সায়ন্তনীর ‘এই জামানার মেয়ে’ ও সাবরিনা সাবার গাওয়া ‘আগুন লাগাইয়া দিলো কনে’ গানের মিউজিক ভিডিওতে দেখা যাবে অলংকারকে। মিউজিক ভিডিওগুলো যথাক্রমে নির্মাণ করেছেন শুভ্র মেহরাজ, সৈকত রেজা ও নাজমুল ইভান।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়