Apan Desh | আপন দেশ

‘কাজের বিনিময়ে আপত্তিকর প্রস্তাব দেয়া লোকেরা ধর্ষণের বিচার চাইছে’

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২২:৩১, ১৫ মার্চ ২০২৫

আপডেট: ২২:৩২, ১৫ মার্চ ২০২৫

‘কাজের বিনিময়ে আপত্তিকর প্রস্তাব দেয়া লোকেরা ধর্ষণের বিচার চাইছে’

অভিনেত্রী স্বাগতা

আশঙ্কাজনকহারে বেড়ে যাওয়া নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনায় উত্তাল সারাদেশে। বিশেষ করে মাগুরার ৮ বছরের ধর্ষণের শিকার শিশু আছিয়া মৃত্যুর পর ধর্ষণের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড করার জোর দাবি উঠেছে।

আর এমন পরিস্থিতি নিয়ে নিজেদের উদ্বেগের কথা জানিয়েছেন বিনোদন জগতের তারকারাও। তাদের মধ্যে একজন অভিনেত্রী জিনাত শানু স্বাগতা।

ধর্ষণ প্রসঙ্গে বলতে গিয়ে স্বাগতা নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তার জীবনের বাস্তবতার কথা তুলে ধরেন।

পোস্টে এ অভিনেত্রী লিখেছেন, আমার নিউজফিডে প্রচুর পুরুষকে দেখছি- ধর্ষকের বিরুদ্ধে জোর প্রতিবাদ জানিয়েছে। কিন্তু এর মধ্যে অনেকেই আমাকে কাজের বিনিময়ে শোয়ার শর্ত জুড়ে দিয়েছে। তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় চিরতরে কাজের সুযোগও বন্ধ করে দিয়েছে। প্রশ্ন হচ্ছে তারাও কি ধর্ষক নয়?

আরওপড়ুন<<>>বাংলাদেশ নিয়ে কটাক্ষ, ভারতীয়দের কড়া জবাব দিলেন স্বস্তিকা

স্বাগতার সে পোস্টের কমেন্ট বক্সে একজন লিখেছেন, তারা তোমার অনুমতি চেয়েছে, জোর জবরদস্তি করেনি ইচ্ছার বিরুদ্ধে। তোমার যেমন ‘না’ বলার স্বাধীনতা আছে, তেমনি তাদেরও তোমাকে কাজে ‘না’ নেয়ার স্বাধীনতা আছে।

কমেন্টের উত্তরে এ অভিনেত্রী লিখেছেন, এটা হলো- সিন্ডিকেট করে কাজ বন্ধ করা। যেন আমি বাধ্য হই ইয়েস বলতে। টেকনিকালি ধর্ষণ। যদি কাজ করতেই হয় তাহলে রাজি হতেই হবে। তবে কারা কাজের বিনিময়ে আপত্তিকর প্রস্তাব দিয়েছেন, এ বিষয়ে কিছু জানাননি স্বাগতা।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়